ভারতে টানা ৭ দিন সংক্রমণ ৩০ হাজারের নিচে, কমছে মৃত্যুও

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২০

ভারতে কমতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬২৪ জন। এ নিয়ে টানা সাতদিন ৩০ হাজারের নিচে থাকলো সংক্রমণ। কমেছে মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩৪১ জনের।

রোববার (২০ ডিসেম্বর) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে জানায়, ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৬২৪ জনের শরীরে মিলেছে করোনা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক কোটি ৩১ হাজার ২২৩। এখনও চিকিত্সাধীন রয়েছেন ৩০ লাখ পাঁচ হাজার ৩৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ৮০ হাজার ৪০২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৯০ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৯৫.৫১ শতাংশ। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৪৫ হাজার ৪৭৭। মৃতের হার ১.৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১ লাখ সাত হাজার ৬৮১ জনের কোভিড পরীক্ষা হয়েছে।

এ বছরের জানুয়ারির একেবারে শেষে ভারতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল কেরালায়। বছর শেষের আগেই সংক্রমিত ব্যক্তির সংখ্যা এক কোটি পেরিয়ে গেছে। শনিবার ২৫ হাজার ১৫২ জনের সংক্রমণে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় এক কোটি চার হাজার ৫৯৯-তে।

ভারতে সেপ্টেম্বরের ১৭-১৮ তারিখ নাগাদ প্রথম ঢেউয়ের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছেছিল সংক্রমণ। তারপর থেকে একটানা নিম্নগামী। দৈনিক সংক্রমণ কমেছে। বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। কমছে মৃত্যুহারও।

তবে দিল্লি, মহারাষ্ট্র ও কেরালার মতো রাজ্যে সংক্রমণ এখনও উদ্বেগজনক। কেরালায় মৃত্যুহার কম হলেও, মহারাষ্ট্র এখনও শীর্ষে। দ্বিতীয় স্থানে অধিকাংশই জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গের। অবশ্য বাংলায় দৈনিক সংক্রমণ কমছে।

এ পরিস্থিতিতে গোটা ভারত তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। শনিবারই ফাইজারের পর দ্বিতীয় টিকা মডার্নার অনুমোদন দিয়েছে আমেরিকা। ভারতে তিন টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের আবেদন জানালেও এখনও পর্যন্ত সরকারি অনুমতি মেলেনি।

ভারতের কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যগুলোকে মৌখিকভাবে জানানো হয়েছে, পাঁচ সপ্তাহের মধ্যে টিকা পৌঁছে যেতে পারে। আপাতত সেই লক্ষ্যমাত্রা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে রাজ্যগুলো।

সূত্র : এই সময়

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।