নেদারল্যান্ডসে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ ঘোষণা
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সন্ধান পাওয়ায় সে দেশের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ডস। যুক্তরাজ্যের নতুন এই কোভিড-১৯ ভাইরাস নেদারল্যান্ডসেও শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ডাচ সরকার। খবর আল জাজিরার।
রবিবার এক বার্তায় ডাচ সরকার জানিয়েছে, আগামী ১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘যুক্তরাজ্যে কোভিড-১৯ ভাইরাসের এক সংক্রামক মিউট্যান্ট ছড়িয়ে পড়ছে। এটি আরও সহজে ও দ্রুত ছড়ায় এবং শনাক্ত করাও কঠিন।’ মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, যুক্তরাজ্যের নতুন ধরনের এই ভাইরাসের সংক্রমণ রোধে যাত্রীদের চলাচল যথাসম্ভব সীমিত ও নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে ডাচ পাবলিক হেলথ বডি (আরআইভিএম)।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের মন্ত্রীপরিষদ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাজ্য থেকে নেদারল্যান্ডসে আসা ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া অন্য পরিবহনগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, ‘আগামী কয়েক দিনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর সঙ্গে মিলিতভাবে সরকার যুক্তরাজ্যের নতুন ধরণের এই ভাইরাসের ঝুঁকি কীভাবে কমানো যায় সেই উপায়গুলো খতিয়ে দেখবে।’
নেদারল্যান্ডসে বর্তমানে পাঁচ সপ্তাহব্যাপী লকডাউন চলছে যা মধ্য জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। লকডাউনের আওতায় স্কুলসহ সকল অপ্রয়োজনীয় দোকান বন্ধ থাকবে।
শনিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও সেখানকার বিজ্ঞানীরা জানিয়েছেন, যুক্তরাজ্যে নতুন ধরনের এক করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে যা ৭০ শতাংশ বেশি সংক্রামক। তবে বরিস জনসন আরও জানান, ভাইরাসের নতুন এই ধরনটি আরও বেশি প্রাণঘাতী না বলেই ভাবা হচ্ছে এবং এর বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা অটুট থাকবে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তারা ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। নতুন ধরনের করোনাভাইরাসের বৈশিষ্ট্য সম্পর্কে আরও জানার সঙ্গে সঙ্গে তারা জনগণকে অবহিত করবেন।
এমকে/এমকেএইচ