যুক্তরাজ্যে শনাক্ত নতুন করোনা এবার হংকংয়ে
যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন (রূপান্তরিত রূপ) এবার পাওয়া গেল হংকংয়ে। সম্প্রতি যুক্তরাজ্যফেরত দুই শিক্ষার্থীর শরীরে ভাইরাসটির পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে শহরটির স্বাস্থ্য বিভাগ।
বুধবার হংকংয়ের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ সংস্থা স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের সংক্রামক রোগ শাখার প্রধান ডা. চুয়াং শুক-কুয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, গত ডিসেম্বরে যুক্তরাজ্য থেকে ফেরা দুই শিক্ষার্থীর শরীরে পাওয়া নমুনার সঙ্গে করোনার ব্রিটিশ ধরনটির মিল দেখা গেছে। তবে এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা দরকার বলে জানিয়েছেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, যুক্তরাজ্য ছাড়াও করোনাভাইরাসের নতুন ধরনটি পাওয়া গেছে ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়াতে। এছাড়া, দক্ষিণ আফ্রিকায় মিলেছে আরও একটি ধরন।
গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাসের ব্রিটিশ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক। আগের চেয়ে এটি আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভাইরাসটি খুব বেশি প্রাণঘাতী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে, এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
এদিকে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ইতোমধ্যেই ভ্যাকসিনের ২ কোটি ২৫ লাখ ডোজ নিশ্চিত করেছে হংকং। বুধবার শহরটির প্রধান নির্বাহী ক্যারিলাম এক পৃথক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ৭৫ লাখ ডোজ সংগ্রহ করছেন।
এর আগে চীনের সিনোভ্যাকের কাছ থেকে ৭৫ লাখ এবং ফোসান ফার্মা-বায়োএনটেকের কাছ থেকে ৭৫ লাখ ডোজের অর্ডার নিশ্চিত করেছে এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্রটি। ক্যারিলাম জানিয়েছেন, তারা আরও ৭৫ লাখ ভ্যাকসিন ডোজের জন্য চতুর্থ উৎস খুঁজছেন।
বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া নিয়ন্ত্রণে ইতোমধ্যেই নতুন একটি আইন পাস করা হয়েছে বলেও জানান হংকংয়ের এ নেতা।
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তের জেরে গত মঙ্গলবার দেশটির সঙ্গে সবধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় হংকং। এশিয়ার মধ্যে তারাই প্রথম এধরনের শক্ত পদক্ষেপ নিয়েছে।
নভেম্বরের শেষের দিক থেকেই হংকংয়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এর কারণে আবারও সন্ধ্যা ৬টার পর রেস্টুরেন্টে খাওয়া নিষিদ্ধ, জিম ও বিউটি পার্লার বন্ধ ঘোষণা করেছে শহরটির কর্তৃপক্ষ। সেখানে এসব বিধিনিষেধ অন্তত আগামী ৬ জানুয়ারি পর্যন্ত থাকার কথা।
সূত্র: রয়টার্স
কেএএ/জেআইএম