বিমানযাত্রীদের করোনা পরীক্ষার শর্ত জুড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ও অন্যান্য মার্কিন এজেন্সি এক দীর্ঘ বৈঠকে বসে। বৈঠকে কোভিড-১৯ পরীক্ষার শর্ত যুক্তরাজ্য ছাড়াও অন্য দেশগুলো থেকে আগত যাত্রীদের জন্য বর্ধিত করার বিষয়ে আলোচনা হয়। সোমবার যুক্তরাষ্ট্র সরকার মার্কিন নাগরিকসহ যুক্তরাজ্য থেকে আগত সকল যাত্রীদের জন্য ফ্লাইটে ওঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করেছে।
এক বিবৃতিতে সিডিসি জানায়, যুক্তরাষ্ট্রে ঝুঁকি (করোনাভাইরাসের) কমাতে পরীক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে চেষ্টা করা হচ্ছে। বিমান ভ্রমণে পরীক্ষার জন্য একটি বাস্তবসম্মত ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণ করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক ভ্রমণে একটি নিয়মতান্ত্রিক পরীক্ষা ব্যবস্থার মানের বিষয়ে সম্মত হতেও চেষ্টা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, সিডিসির এই পরীক্ষা বর্ধিতকরণের আওতায় পড়বে সকল আন্তর্জাতিক বিমান ভ্রমণ। বুধবার কানাডা জানায়, সকল বিমানযাত্রীদের জন্য করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল তারাও বাধ্যতামূলক করবে।
যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক গোষ্ঠী- এয়ারলাইন্স ফর আমেরিকা জানায়, ভ্রমণ বিধিমালার জন্য করোনা পরীক্ষার একটি জাতীয় মান দাঁড় করাতে তারা ফেডারেল সরকারকে সহযোগিতা করছে।
এয়ারলাইন্সগুলো সরকারি এজেন্সিকে বলেছে, দেশগুলোর ওপর পর্যায়ক্রমে পরীক্ষার শর্ত আরোপ করতে হবে। শর্ত আরোপের আগে সেসব দেশে পরীক্ষার পর্যাপ্ত সক্ষমতা ও আগ্রহ আছে কিনা সে বিষয়গুলোও অবশ্যই বিবেচনা করতে হবে।
কর্মকর্তারা জানান, আগামী সপ্তাহের শুরুতেই হোয়াইট হাউস নতুন দেশগুলোতে করোনা পরীক্ষার শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। তবে এই বিধিমালা কবে থেকে কার্যকর হবে তা এখনো পরিষ্কার নয়।
যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন নিয়ে যুক্তরাষ্ট্রে আশঙ্কা সৃষ্টি হওয়ায় ভ্রমণে পরীক্ষার বিধিমালা আরোপ করতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর জ্যারেড পোলিস জানান, সেখানে করোনার অতি সংক্রমণে সক্ষম নতুন ধরনটি পাওয়া গেছে।
এমকে/এমকেএইচ