টোকিওতে জরুরি অবস্থা জারির পরিকল্পনা
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে টোকিও এবং তিনটি প্রতিবেশী জেলায় বড় পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তিনি বলেন, ‘সরকার ঐ এলাকাসমূহে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বিবেচনা করছে।’
মঙ্গলবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তবে কবে থেকে জরুরি অবস্থা জারি করা হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু না জানলেও সরকারি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হতে পারে এবং শুক্রবার থেকে তা কার্যকর করা হতে পারে।
এই পদক্ষেপ রাজাধানীসহ কানাগাওয়া, সাইতামা এবং চিবা জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
জাপানে জরুরি অবস্থার ঘোষণা ভাইরাসবিরোধী প্রচেষ্টায় বাসিন্দাদের সহযোগিতা আহ্বানের ক্ষেত্রে গভর্নরদের আইনগত কর্তৃত্ব প্রদান করে। অবশ্য এই আহ্বান না মানলে কোনো জরিমানার বিধান নেই।
তবে প্রধানমন্ত্রী সুগা বলেন, ‘এই অবস্থার পরিবর্তনের জন্য সরকার চলতি মাসে একটি আইন সংশোধনের প্রস্তাব করবে।’
উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছিল সরকার। এক মাসেরও বেশি সময় স্থায়ী ছিল ওই জরুরি অবস্থা।
গত শনিবার টোকিওর গভর্নর কোইকে ইউরিকো এবং সংশ্লিষ্ট অন্যান্য গভর্নররা আবারও এই পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।
কোইকে বলেন, ‘কেন্দ্রীয় সরকার এই অনুরোধে দ্রুত সাড়া দিয়েছে। টোকিও এবং অপর তিনটি জেলা পরিবহণ, বাড়ি থেকে কাজ করা এবং নমনীয় বাণিজ্য ঘণ্টাসহ সংশ্লিষ্ট পদক্ষেপগুলো নিয়ে কার্যকর ও এককভাবে কাজ করবে। আমরা কেন্দ্রীয় সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব।’
তিনি আরও বলেন, ‘এই ঘোষণা দেয়ার প্রস্তুতি নিতে তিনি এখন সর্বাত্মকভাবে কাজ করছেন।’ জাপানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ২৪৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৬৯৩ জনের।
ইএ/জেআইএম