জার্মানিতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল
জার্মানিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা শুক্রবার ৫০ হাজার ছাড়িয়েছে। যদিও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে দেশটিতে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
জার্মানির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র- দ্য রবার্ট কচ ইনস্টিটিউট শুক্রবার জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে সেখানে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫৯ জন মারা গেছেন। ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৪২ জনে।
মহামারি শুরু হওয়ার জার্মানিতে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম ছিল। করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞাও দ্রুত তুলে দিতে পেরেছিল তারা। কিন্তু গত বছরের শরৎ ও শীতকালে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন মৃতের সংখ্যা হাজারও ছাড়িয়ে যাচ্ছে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২১ লাখে।
মৃতদের স্মরণে জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার শুক্রবার থেকে প্রতি সন্ধ্যায় মৃদু আলোতে তার বেলেভ্যু প্যালেসের জানালায় এসে দাঁড়াবেন। অন্য জার্মানদেরও একই কাজ করতে তিনি উৎসাহিত করেছেন। ইস্টারের পরে কেন্দ্রীয়ভাবে স্মরণ সভা আয়োজনের পরিকল্পনা করেছেন স্টেইনমেয়ার।
জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সাম্প্রতিক সময়ে মৃত্যু বেড়ে যাওয়াকে ‘ভয়ানক’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে এবং নিবিড় পরিচর্যা গ্রহণকারীর সংখ্যা বড়দিনের সময়ের চেয়ে কমেছে।
জার্মান সরকার লোকজনকে বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করছে যেন গণপরিবহনে ভীড় কম হয়। এছাড়া রেস্টুরেন্ট, বার, খেলাধুলার জায়গা ও অবকাশযাপন কেন্দ্রগুলো গত নভেম্বর থেকেই বন্ধ রয়েছে। স্কুল ও নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান বন্ধ করা হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে। এছাড়া পেশাদার খেলার অনুষ্ঠানগুলো দর্শকবিহীনভাবে অনুষ্ঠিত হচ্ছে।
চ্যান্সেলর মার্কেল জানান, জার্মানির সবাইকে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ভ্যাকসিন প্রদান সম্পন্ন হবে। তবে ভ্যাকসিন প্রদানে ধীরগতির কারণে কিছু হতাশা দেখা দিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জার্মানিতে ১৩ লাখ ৯০ হাজার জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১৫ হাজার ব্যক্তি।
এমকে/জিকেএস