সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৫ ফেব্রুয়ারি ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১

বিশ্বজুড়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কতশত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইয়েমেনে সৌদির আক্রমণে আর সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে চালানো সামরিক আক্রমণকে যুক্তরাষ্ট্র আর সমর্থন করবে না। মার্কিন নতুন প্রশাসন ইয়েমেনের গৃহযুদ্ধ অবসানের জন্য আরও সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে বলেও ইঙ্গিত দেন তিনি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে বাইডেনের প্রথম সফরে কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বাইডেন বলেন, এই যুদ্ধ একটি মানবিক ও কৌশলগত বিপর্যয় সৃষ্টি করেছে। এই যুদ্ধের অবসান হতে হবে।

মৃত্যু ২৩ লাখ ছুঁইছুঁই, আক্রান্ত সাড়ে ১০ কোটি পার
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত এতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৩৩৮ জন। মারা গেছেন ২২ লাখ ৯৪ হাজার ৫২৩ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৭০ লাখ ৯৬ হাজার ৭৯৩ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সু চির ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার
মিয়ানমারে অং সান সুচি চির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতা উইন তেইনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উইন তেইন বিবিসি’কে জানিয়েছেন, তাকে রাষ্ট্রদোহের আইনে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, গত সোমবার দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট ও বেশ কয়েকজন মন্ত্রীকে আটক করা হয়।

ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা নিষিদ্ধ ঘোষণা ইন্দোনেশিয়ায়
ইন্দোনেশিয়ার পাবলিক স্কুলগুলোতে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এক খ্রিস্টান ছাত্রীকে ক্লাসে হিজাব পরতে জোর করার ঘটনা আলোচনায় আসার পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ওই মেয়েটি যে স্কুলের শিক্ষার্থী সেখানে হিজাব পরা বাধ্যতামূলক ছিল। এ সংক্রান্ত নিয়ম যেসব স্কুলে রয়েছে সেগুলো প্রত্যাহার করতে স্কুলগুলোকে ৩০ দিন সময় দিয়েছে সরকার।

‘সৌদি আরবকে ভারতের ভ্যাকসিন দেয়াই উচিত নয়’
খুব শিগগিরই সৌদি আরবকে সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের এক কোটি ডোজ দেয়ার কথা ভারতের। তবে সরকারের এমন সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন সৌদি প্রবাসী ভারতীয়রা।

তাদের দাবি, সৌদি আরব ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেয়া ও সেখানে আটকেপড়া প্রবাসীদের জীবনমান উন্নয়নে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়া পর্যন্ত দেশটিকে ভ্যাকসিন দেয়া উচিত নয় ভারতের। এ নিয়ে সম্প্রতি কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে দেশ দুটির মধ্যে।

পুতিন-সমালোচক নাভালনির চিকিৎসকের ‘হঠাৎ’ মৃত্যু
রাশিয়ার অন্যতম বিরোধী নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কোমায় চলে যাওয়ার সময় তাকে চিকিৎসা দেয়া রুশ চিকিৎসক মারা গেছেন। সার্জেই ম্যাক্সিমিশিন নামে ওই চিকিৎসক ওমস্ক ইমারজেন্সি হাসপাতালে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। নাভালনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে এই হাসপাতালেই ভর্তি করা হয়েছিল এবং সেসময় তার চিকিৎসার দায়িত্বে ছিলেন ম্যাক্সিমিশিন।

এই চিকিৎসক মাত্র ৫৫ বছর বয়সে হঠাৎ করে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওমস্ক হাসপাতাল কর্তৃপক্ষ।

সেনাশাসনের বিরুদ্ধে রাস্তায় মিয়ানমারের শিক্ষকরা
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে নাগরিক আন্দোলন ক্রমেই দানা বাঁধছে। ভবিষ্যৎ প্রজন্মকে সামরিক স্বৈরশাসনের হাত থেকে রক্ষায় এবার রাস্তায় নেমেছেন দেশটির শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে অং সান সু চির মুক্তি দাবি এবং তার দলের প্রতি সমর্থনে লাল রঙের রিবন পরে বিক্ষোভে অংশ নিয়েছেন দাগোন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষার্থী।

এক ডোজের ভ্যাকসিন অনুমোদনের আবেদন করল জনসন অ্যান্ড জনসন
জরুরি প্রয়োজনে করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অনুমতির জন্য বৃহস্পতিবার মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)।

অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। অনুমোদন পেলে, ফাইজার ও মডার্নার পর এটি হবে যুক্তরাষ্ট্রে করোনার জন্য অনুমোদিত তৃতীয় ভ্যাকসিন।

‘জনস্বার্থে’ ৪ বছরে ৪০০ বার ইন্টারনেট বন্ধ করেছে ভারত
ভারতে ইন্টারনেট পরিষেবা বন্ধ নতুন ঘটনা নয়। গত চার বছরে প্রায় ৪০০ বার ইন্টারনেট শাটডাউন দেখেছে দেশটি। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা যখন বাতিল করা হয় তখন ২০১৯ সালের ৪ আগস্ট থেকে ২০২০ সালের ৪ মার্চ পর্যন্ত এই পরিষেবা বন্ধ ছিল।

বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর তুলনায় ভারতে ইন্টারনেট সেবা অনেক ঘনঘন বন্ধ হয় বলে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে ফোর্বস। ভারতের মধ্যে জম্মু ও কাশ্মীর এই ইন্টারনেট পরিষেবা বন্ধের ক্ষেত্রে শীর্ষে রয়েছে। এছাড়া রাজস্থান, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও মহারাষ্ট্রেও ইন্টারনেট বন্ধ করা হয়েছে একাধিকবার। বেশিরভাগ ক্ষেত্রেই এই শাটডাউন চলেছে একাধিক দিন।

চীনের সেই ‘৫০ শতাংশ কার্যকর’ ভ্যাকসিনই নিচ্ছে ব্রাজিল!
ব্রাজিলে চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের স্মৃতি খুব একটা সুখকর নয়। লাতিন আমেরিকার দেশটিতে ট্রায়ালে এর সাফল্য দেখা গেছে মাত্র ৫০ দশমিক ৪ শতাংশ। তবে বিকল্প না পেয়ে এখন সেই ভ্যাকসিনের দিকেই হাত বাড়াচ্ছে ব্রাজিলিয়ান প্রশাসন।

বৃহস্পতিবার সাও পাওলোর গভর্নর জোয়াও ডোরিয়া বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন করোনাভ্যাকের বাড়তি দুই কোটি ডোজ কেনার বিষয়ে তারা আলাপ চালিয়ে যাচ্ছেন। এছাড়া সাও পাওলোর বুটানটান বায়োমেডিক্যাল ইনস্টিটিউটে উৎপাদিত করোনাভ্যাকের ১০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

কেএএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।