সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২১
বিশ্বজুড়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
চুক্তি অনুসারে ‘গৃহহীনদের’ প্রত্যাবাসন হবে : মিয়ানমার সেনাপ্রধান
সপ্তাহখানেক আগে মিয়ানমারে শীর্ষ নেতাদের আটক করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। তবে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং অভ্যুত্থানের পরে টেলিভিশনে দেওয়া প্রথম ভাষণে নিয়ম মেনেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সোমবার সিনিয়র জেনারেল হ্লাইং বলেন, তাদের জান্তা সরকার মিয়ানমারের চলমান পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুসারে রোহিঙ্গা প্রত্যাবাসনেও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি।
মিয়ানমারে পুলিশের বাধার মুখেও বিক্ষোভ অব্যাহত
মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো বিক্ষোভ হয়েছে। এদিন দেশটির রাজধানী নেপিদোতে বিক্ষোভকারীদের প্রতিহত করতে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এরপরও বিক্ষোভ থামার কোনো লক্ষণ দেখা যায়নি।
এর আগে বিক্ষোভকারীদের ওপর জল কামান ব্যবহার করা হয়েছে। দেশটিতে গত নভেম্বরের নির্বাচনে জয়ী বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‘স্বপ্রণোদিত হয়ে’ ক্যাপিটলে হামলা করেছিলেন ট্রাম্প সমর্থকরা!
অভিশংসন প্রক্রিয়ার জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে স্বপ্রণোদিত হয়ে হামলা চালিয়েছিলেন সাবেক প্রেসিডেন্টের সমর্থকরা।
হাউস অব রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হওয়ার পর মঙ্গলবার থেকে সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু হওয়ার কথা। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘বিদ্রোহ উসকে দেয়ার’ অভিযোগ আনা হয়েছে। তবে এই শুনানিতে সাক্ষী দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প।
মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করল নিউজিল্যান্ড
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের জেরে দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। খবর রয়টার্স।
জেসিন্ডা বলেছেন, শিগগিরই মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের নিউজিল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া দেশটিতে চলমান নিউজিল্যান্ডের সহায়তা কর্মসূচিগুলোর কোনোটিই সে দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না।
অঝোরে কাঁদলেন নরেন্দ্র মোদি
ভারতীয় সংসদে দাঁড়িয়ে প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের বিদায় উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে অঝোরে কাঁদলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।
মঙ্গলবার রাজ্যসভায় সামনাসামনি বসা বিরোধী নেতা আজাদকে প্রশংসার বন্যায় ভাসিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নরেন্দ্র মোদি। দু’জনে গুজরাট এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী থাকাকালীন কিছু ঘটনার স্মৃতিচারণও করেন তিনি।
পরমাণু অস্ত্রের খরচ জোগাতে ৩০ কোটি ডলার চুরি উ. কোরীয় হ্যাকারদের
পারমাণবিক অস্ত্র তৈরির খরচ জোগাতে উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায় দুই বছরে বিভিন্ন দেশ থেকে ৩০০ মিলিয়ন ডলারের বেশি চুরি করেছে। সম্প্রতি জাতিসংঘের একটি গোপন প্রতিবেদন সূত্রে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
অপ্রকাশিত প্রতিবেদনটির নথিপত্রে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার চাপে থাকা অর্থনীতি সচল রাখতে এবং অস্ত্রের জন্য খরচ জোগাতে কিম জং উনের সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ভার্চ্যুয়াল কারেন্সি এক্সচেঞ্জ হাউসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
তিন দেশ থেকে রুশ কূটনীতিক বহিষ্কার
পাল্টা পদক্ষেপ হিসেবে সোমবার রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করেছে পোল্যান্ড, জার্মানি ও সুইডেন। এর আগে অনুমোদনহীন সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে এই তিন দেশের কূটনীতিককে বহিষ্কার করেছিল রাশিয়া।
এরপরই এসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের স্ব স্ব টুইটার অ্যাকাউন্ট থেকে রুশ কূটনীতিককে বহিষ্কারের কথা জানায়।
নিউজিল্যান্ডে টাই না পরায় এমপিকে সংসদ থেকে বের করে দিলেন স্পিকার
টাই না পরে আসায় সংসদে বক্তব্য রাখতে পারলেন না নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের নেতা রাওইরি ওয়েইতিতি। পোশাক নিয়ে বিতর্কের জেরে তাকে সভাকক্ষ থেকে বের করে দিয়েছেন দেশটির স্পিকার ট্রেভর মালার্ড। খবর দ্য গার্ডিয়ানের।
সভাকক্ষ থেকে বেরিয়ে এ সংসদ সদস্য গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বিষয়টা টাইয়ের নয়, সাংস্কৃতিক পরিচয়ের।’
ভারতে চালু হচ্ছে সপ্তাহে চার দিন কাজ, তিন দিন ছুটি!
ভারতে সপ্তাহে চার দিন কাজ করে তিন দিন বৈতনিক ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। ইতোমধ্যে এ সংক্রান্ত খসড়া প্রস্তাব তৈরি করেছে দেশটির কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রণালয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা কার্যকর হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
গত সোমবার নতুন শ্রমবিধি ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ সচিব অপূর্ব চন্দ্র। তিনি জানিয়েছেন, নতুন নিয়মে সাপ্তাহিক কর্মদিবস পাঁচ দিনের নিচে নামিয়ে আনার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে দৈনিক কর্মঘণ্টা বেড়ে যাবে। কারণ, সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের যে সময়সীমা রয়েছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না।
বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৭০ লাখ ছাড়াল
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৭০ লাখ ৩ হাজার ৫২৬। এর মধ্যে মারা গেছেন ২৩ লাখ ৩৬ হাজার ২৪২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৬৪৬ জন।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ৬২৯। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৭৬ হাজার ৪০৫ জন আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৫৮৪ জন।
কেএএ/এএসএম