করোনাভাইরাস : বাদুড় সম্পর্কে নতুন তথ্য পেলেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

কোভিড-১৯ মহামারির জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসের সঙ্গে মিল আছে এমন করোনাভাইরাসগুলো সম্ভবত এশিয়ার অনেক অঞ্চলেই বাদুড়ের মধ্যে ছড়াচ্ছে। ন্যাচার কমিউনিকেশন্স জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে এমনটাই ধারণা করেছেন বিজ্ঞানীরা। খবর বিবিসির।

সার্স-কোভ-২ এর কাছাকাছি একটি ভাইরাস পূর্ব থাইল্যান্ডের এক বন্য অভয়ারণ্যের বাদুড়ের মধ্যে পাওয়া গেছে। গবেষকরা ধারণা করছেন, সার্স-কোভ-২ এর সঙ্গে মিলযুক্ত করোনাভাইরাসগুলোও সম্ভবত এশিয়ার অনেক অঞ্চলের বাদুড়ের মধ্যে রয়েছে।

করোনাভাইরাসের কাছাকাছি ভাইরাসটি যেখানে পাওয়া গেছে সেখান থেকে চার হাজার ৮শ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এই সম্ভাব্য অঞ্চল। এই অঞ্চলের মধ্যে রয়েছে জাপান, চীন ও থাইল্যান্ড।

গবেষকরা প্রতিবেদনে বলেন, নমুনার জায়গা ও নমুনার আকার সীমিত ছিল। কিন্তু তারা আত্মবিশ্বাসী যে ‘সার্স-কোভ-২ এর সঙ্গে জিনগতভাবে ব্যাপক মিলযুক্ত করোনাভাইরাসগুলো এশিয়ার অনেক দেশ ও অঞ্চলের বাদুড়ের মধ্যে রয়েছে।’

ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক লিন-ফা ওয়াং এর নেতৃত্বে পরিচালিত গবেষক দলটি থাইল্যান্ডের একটি কৃত্রিম বন্য অভয়ারণ্যের হর্সশু প্রজাতির বাদুড়ের মধ্যে সার্স-কোভ-২ এর কাছাকাছি ভাইরাস শনাক্ত করেছেন।

র‍্যাকসিএস২০৩ নামের এই ভাইরাসটির সঙ্গে সার্স-কোভ-২ এর জিনের গঠনের মিল রয়েছে। এটির সঙ্গে আরেকটি করোনাভাইরাস আরএমওয়াইএন০২ এরও মিল রয়েছে যা চীনের উহানের বাদুড়ের মধ্যে পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, করোনাভাইরাস হলো আরএনএ ভাইরাসের একটি গ্রুপ বা শ্রেণি যা স্তন্যপায়ী প্রাণি ও পাখিদের আক্রান্ত করে। সার্স-কোভ-২ করোনাভাইরাস শ্রেণির একটি ভাইরাস যার মাধ্যমে কোভিড-১৯ রোগ হয়।

এর আগে বিভিন্ন গবেষণায় ধারণা করা হয়েছিল, মানুষের মধ্যে ছড়ানোর আগে সার্স-কোভ-২ কোনো প্রাণির মধ্যে- সম্ভবত বাদুড়ের মধ্যেই আগে ছড়িয়েছে। ভাইরাসটির উৎস কোথায় তা এখনো অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এ বিষয়ে তদন্ত করতে বর্তমানে উহানে রয়েছেন।

এমকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।