সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২০ ফেব্রুয়ারি ২০২১
বিশ্বজুড়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
উত্তাল মিয়ানমার, বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে নিহত ২
মিয়ানমারের মান্ডালে শহরে শনিবার পুলিশের গুলিতে অন্তত দু’জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। এক স্বেচ্ছাসেবী চিকিৎসক দু’জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরেকজন বুকে গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে মারা যান।’ এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর জন্য ‘সুখবর’
অবশেষে যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী বৈধ হবার সুযোগ পাচ্ছেন। এসব অভিবাসীদের বৈধতা দেয়ার পরিকল্পনা করছে বাইডেন সরকার। ডেমোক্র্যাট নেতারা জো বাইডেনের অভিবাসন পরিকল্পনার অংশ হিসেবে গত বৃহস্পতিবার সিনেটে একটি বিল উত্থাপন করেন। বিলটি পাশ হলে বৈধ কাগজপত্রহীন অভিবাসীরা প্রথমে বৈধ এবং পরে নাগরিকত্বের সুযোগ পাবেন।
ধনীদের ভাণ্ডার ভরা রেখে দরিদ্র দেশে ৫ শতাংশ টিকা পাঠানোর প্রস্তাব
যুক্তরাষ্ট্র ও ইউরোপের ধনী দেশগুলোকে নিজেদের মজুত ঠিক রেখে দরিদ্র দেশগুলোতে ৪ থেকে ৫ শতাংশ করোনা ভ্যাকসিন পাঠানোর প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রস্তাব তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গত বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অভিযোগ করেছেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণে চরম অন্যায় ও অনিয়ম হচ্ছে।
অক্সফোর্ড ভ্যাকসিনের ডোজ তিন মাসের ব্যবধানে নিলে বেশি কার্যকর
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের দুটি ডোজ ছয় সপ্তাহের বদলে তিন মাসের ব্যবধানে নিলে তা বেশি কার্যকর বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ নেয়ার মধ্যকার সময়ে ভ্যাকসিনটি ৭৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। বিখ্যাত গবেষণা জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য জানানো হয়েছে।
ভয়াবহ তুষারঝড়ের পর টেক্সাসে পানির জন্য হাহাকার
যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত সপ্তাহের ভয়াবহ তুষারঝড়ের পর বিশুদ্ধ পানি ও বিদ্যুতের অভাবে হাহাকার করছেন স্থানীয়রা। তুষারঝড়ে অনেক জায়গায় পানির পাইপ ফেটে গেছে, ফলে সংকট দেখা দিয়েছে সরবরাহে। একারণে তীব্র ঠাণ্ডার মধ্যেই বিশুদ্ধ পানির সন্ধানে দোকানের বাইরে ভিড় করছেন ভুক্তভোগীরা।
প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র
ক্ষমতায় এসেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি কার্যকর হয় গত নভেম্বরে। কিন্তু দায়িত্বগ্রহণের মাত্র একমাসের মাথায় দেশটিকে আবারও ওই চুক্তিতে ফিরিয়ে নিলেন জো বাইডেন। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এ চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তান ছাড়ছে না ন্যাটো বাহিনী
আফগানিস্তান থেকে এখনই সেনা প্রত্যাহার করবে না মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটের মিলিটারি অ্যালায়েন্সের সেক্রেটারি জেনারেল জেনস স্টোলটেনবার্গ গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, দেশটি থেকে যৌথ বাহিনীর সেনা সরানোর কোনো সিদ্ধান্ত হয়নি। ২০২০ সালে যুক্তরাষ্ট্র-তালেবানের মধ্যে হওয়া শান্তিচুক্তি অনুসারে আগামী ১ মে’র মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটোর সব সেনা সরিয়ে নেওয়ার কথা। কিন্তু ন্যাটো বলছে, তালেবান সেই চুক্তির সব শর্ত মেনে চলেনি।
কারাগারেই থাকতে হচ্ছে নাভালনিকে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী দলের নেতা আলেক্সেই নাভালনির আপিল নাকচ করে দিয়েছেন রাশিয়ার একটি আদালত। এর ফলে কারাগারেই থাকতে হচ্ছে তাকে। এ মাসে নাভালনিকে আড়াই মাসের কারাদণ্ড দেয়ার পর গত শনিবার রায়ের বিরুদ্ধে মস্কো সিটি আদালতে আপিল করেছিলেন তিনি।
রাশিয়ায় মানুষের দেহে বার্ড ফ্লুর প্রথম সংক্রমণ
রাশিয়ার বিজ্ঞানীরা শনিবার জানিয়েছেন, তারা মানুষের দেহে বার্ড ফ্লু নামে পরিচিত এভিয়ান ফ্লুর এইচ৫এন৮ স্ট্রেইন শনাক্ত করেছেন। এ বিষয়ে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়েছেন বলে জানান বিজ্ঞানীরা। বার্ড ফ্লুর এই অতি সংক্রামক স্ট্রেইনটি পাখির জন্য প্রাণঘাতী হলেও মানুষের দেহে সংক্রমণের খবর এর আগে পাওয়া যায়নি।
এমকে/এমকেএইচ