সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২১ ফেব্রুয়ারি ২০২১
বিশ্বজুড়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
মিয়ানমারে নিহত তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজারো মানুষ
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারী নিহত তরুণীর অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজধানী নেপিদোতে রোববার হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। সামরিক সরকারের বিরুদ্ধে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। এর মধ্যে প্রথম মৃত্যু হয় মিয়া থোয়ে থোয়ে খাইনের। বিশতম জন্মদিনের দু’দিন আগে মাথায় গুলিবিদ্ধ হন এই তরুণী। এরপর দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
ভারতে করোনার নতুন প্রজাতি, টিকা দেয়ার পরও হতে পারে সংক্রমণ
করোনাভাইরাসের নতুন যে প্রজাতি ভারতে ধরা পড়েছে, তা আরও ভয়ঙ্কর বলে দাবি করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’র প্রধান রণদীপ গুলেরিয়ার। তার দাবি, করোনার নতুন ভারতীয় প্রজাতি অন্যগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। খুব দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে আবার শরীরে অ্যান্টিবডি থাকলেও তা এর সংক্রমণ থামাতে পারে না।
মিয়ানমারের সামরিক সরকারের অফিসিয়াল পেজ সরিয়ে নিল ফেসবুক
মিয়ানমারের সেনা সরকার দ্বারা পরিচালিত ‘ট্রু নিউজ’ নামের ফেসবুক পেজটি প্লাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সহিংসতায় প্ররোচনা দেয়ার অভিযোগে রোববার এই পদক্ষেপ নেয় ফেসবুক। এ ব্যাপারে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘সহিংসতায় উসকানি ও ক্ষতিসাধনে সমন্বয় করা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী নিষিদ্ধ হলেও এই নিয়ম বারবার ভঙ্গ করায়’ এ পদক্ষেপ নেয়া হয়েছে।
গোপন চুক্তিতে সিরিয়াকে ভ্যাকসিন কিনে দিচ্ছে ইসরায়েল!
প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, করোনাভাইরাস মহামারিতে বিপদে থাকা সিরিয়াকে গোপনে ভ্যাকসিন কিনে দিচ্ছে ইসরায়েল। এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। চুক্তি অনুসারে, সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের হাতে স্পুটনিক ৫ ভ্যাকসিন দেওয়ার জন্য রাশিয়াকে অর্থ দেবে ইসরায়েল। রুশরাই এ বিষয়ে মধ্যস্থতা করেছে।
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত
নাইজেরিয়ার রাজধানী আবুজার কাছাকাছি রোববার সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, বিমানের পাইলট ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়েছিলেন। এক বিবৃতিতে মুখপাত্র ইবিকুনলে দারামোলা বলেন, নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী ‘মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০ বিমানটি বিধ্বস্ত হয়।’
লুইসিয়ানায় অস্ত্রের দোকানে গোলাগুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের একটি অস্ত্রের দোকানে গোলাগুলিতে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় শেরিফ জানান, ‘প্রথম গুলিবর্ষণকারী’ প্রকাশ্যে গুলি চালিয়ে দু’জনকে আহত করেন। এর ফলে দোকানের অন্যরাও তাদের নিজেদের অস্ত্র দিয়ে গুলি করতে উদ্বুদ্ধ হন। গুলিতে দু’জন ব্যক্তি ও প্রথম গুলিবর্ষণকারী নিহত হয়েছেন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মহামারি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইসরায়েল
করোনাভাইরাস মহামারির পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে ইসরায়েল। প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেয়ার ফলে দেশটির অর্থনীতি খুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার থেকে ইসরায়েলের দোকানপাট, জিম ও থিয়েটার খুলে দেয়া হয়েছে। তবে যারা ভ্যাকসিন নিয়েছেন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন শুধুমাত্র তারাই জিম ও থিয়েটারে প্রবেশের অনুমতি পাবেন।
বলাৎকারের অভিযোগে জনপ্রিয় গ্রিক অভিনেতা গ্রেফতার
গ্রিসের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক দিমিত্রিস লিগনাদিসকে (৫৬) গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে এক কিশোরকে একাধিকার বলাৎকারের অভিযোগ আনা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করে এথেন্সের একটি পুলিশ স্টেশনে নেয়া হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। দিমিত্রিস লিগনাদিসের বিরুদ্ধে ২০১০ সালে ১৪ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগ পেয়েছে পুলিশ।
ভারতে পরীক্ষার সিলেবাসেও ‘গরুর দুধে সোনা, গোবর তেজস্ক্রিয়তারোধী’
গরুর নানা উপকারিতা নিয়ে ‘গরু বিজ্ঞান’ বা গো-বিজ্ঞান পরীক্ষায় অংশ নিচ্ছে ভারতের পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী। ভারতীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে দেশটির ৯০০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়ে জানানো হয়েছে, গরুর প্রতিটি অংশ কতটা উপকারী ও বিজ্ঞানসম্মত, তা নিয়ে চর্চা করতে এবং এই পরীক্ষায় বসতে যেন সব শিক্ষার্থীকে উৎসাহ দেওয়া হয়। পরীক্ষার সিলেবাসে রয়েছে, গোবর পারমাণবিক তেজস্ক্রিয়তা কমাতে সাহায্য করে। এ নিয়ে ভারতের পাশাপাশি রাশিয়াতেও গবেষণা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
এমকে/এমকেএইচ