কাপড়ে ৩ দিন পর্যন্ত বাঁচতে পারে করোনাভাইরাস, নতুন গবেষণার ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১
প্রতীকী ছবি

কোভিড-১৯ রোগের জন্য দায়ী করোনাভাইরাসের স্ট্রেইনগুলো সচরাচর ব্যবহৃত কাপড়ের ওপর তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটির গবেষকরা পলিস্টার, পলিকটন ও ১০০% কটনের কাপড়ের ওপর গবেষণা চালান। খবর- বিবিসি

সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, পলিস্টার কাপড়ের ওপর সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকতে পারে করোনাভাইরাস।

এ গবেষণায় নেতৃত্ব দেন অণুজীববীদ ড. কেটি লাইর্ড। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের ইউনিফর্ম থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে।

গবেষণায় দেখা গেছে, ভাইরাসের ড্রপলেটগুলো এ ধরনের কাপড়ের গায়ে লেগে থাকে। এই তিন ধরনের কাপড়ের ওপর পর্যবেক্ষণে দেখা যায়, ৭২ ঘণ্টা পরেও পলিস্টার কাপড়ের ওপরে বেঁচে থাকে করোনাভাইরাস। এমনকি সংক্রমণও ছড়াতে পারে।

এদিকে, ১০০% কটনের ওপর ২৪ ঘণ্টা ও পলিকটনের ওপর ৬ ঘণ্টা বেঁচে থাকে করোনাভাইরাস।

তাই চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিদের হাসপাতালে ব্যবহৃত ইউনিফর্ম বাড়িতে নিয়ে না যাওয়াই ভালো বলে মনে করেন গবেষকরা।

আর ৬৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানির সঙ্গে ডিটারজেন্ট ব্যবহার করে কাপড় পরিষ্কার করলে করোনাভাইরাস পুরোপুরি ধ্বংস হয় বলেও জানান তারা।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।