করোনা সংক্রমণ রোধে কুয়েতে ১ মাসের কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৫ মার্চ ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী এক মাসের জন্য কারফিউ জারি করেছে কুয়েত সরকার। দেশটিতে একদিনের হিসাবে আক্রান্তের সংখ্যা রেকর্ড সৃষ্টির পর বৃহস্পতিবার (৪ মার্চ) এ ঘোষণা দেয়া হয়েছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি থেকে একেবারে অত্যাবশ্যকীয় না এমন খুচরা বিভিন্ন দোকান খোলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে কুয়েত সরকার। এছাড়া কুয়েতের নাগরিক না এমন ব্যক্তিদের দেশে প্রবেশ নিষিদ্ধ করলেও গত সপ্তাহে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় আরও কঠোর পদক্ষেপ নিতে সরকার বাধ্য হয়েছে।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে কুয়েত সরকারের এক মুখপাত্র বলেন, কুয়েতে স্থানীয় সময় বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগামী ৭ মার্চ থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে কারফিউ।

তিনি আরও বলেন, কারফিউ চলাকালে মানুষ নামাজ পড়তে মসজিদে যেতে পারবে। এছাড়া ফার্মেসি ও খাবারের দোকান অবশ্যই তাদের পণ্য সরবরাহ সেবা দিতে পারবে। কারফিউ জারির আওতায় সকল সরকারি পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। এ আইনে বাড়ির বাইরে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।

কুয়েতে বৃহস্পতিবার এক হাজার ৭১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে ২৪ ঘণ্টার হিসেবে এই সংখ্যা সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেল। আর করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৫ জনে।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।