সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ৯ মার্চ ২০২১
বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
অন্যদের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন ভ্যাকসিন নেয়া লোকজন
ভ্যাকসিন নেয়া লোকদের সুখবর জানাল যুক্তরাষ্ট্র। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন, তারা অন্যদের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন।
সিডিসি বলছে, ভ্যাকসিনের চূড়ান্ত ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর থেকেই লোকজনকে সুরক্ষিত বিবেচনা করা হচ্ছে।
অবশেষে ইয়াঙ্গুনে আটকে পড়া বিক্ষোভকারীদের মুক্তি
মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে সারারাত আটকা থাকার পর অবশেষে প্রায় ২শ বিক্ষোভকারী মুক্তি পেয়েছে। সোমবার ইয়াঙ্গুনের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আটকা পড়ে ওই বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী সোমবার রাতভর ওই বিক্ষোভকারীদের অবরুদ্ধ করে রেখেছিল। অবশেষে তারা সেখান থেকে নিজেদের গন্তব্যে ফিরেছে। খবর রয়টার্সের।
এর আগে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো ওই বিক্ষোভকারীদের মুক্তি দেয়ার দাবি জানায়। ইয়াঙ্গুনের সানচুং এলাকায় নিরাপত্তা বাহিনীর ফাঁদে আটকা পড়ে এসব তরুণ। সে সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় থেকে বলা হয় যে, বিক্ষোভকারীদের ওই দলটি শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল এবং তাদের চলে যাওয়ার অনুমতি দেয়া উচিত।
বাইডেনের নামে যুক্তরাষ্ট্রে ১২ অঙ্গরাজ্যের মামলা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে সম্মিলিতভাবে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের জেরে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। খবর ফক্স বিজনেসের।
বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এ মামলায় নেতৃত্ব দিচ্ছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট। তার সঙ্গে রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা।
নিজেদের চাহিদা মেটাতে ভ্যাকসিন রফতানি আটকে দিতে পারে ইইউ
সম্প্রতি অস্ট্রেলিয়ায় রফতানির জন্য আস্ট্রাজেনেকার ভ্যাকসিনের একটি চালান কোনও পূর্বঘোষণা ছাড়াই আটকে দিয়েছে ইতালি। অস্ট্রেলীয় সরকার এর তীব্র প্রতিবাদ জানালেও এক্ষেত্রে ইতালির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলেছে, প্রয়োজন হলে আবারও ভ্যাকসিন রফতানি আটকে দেওয়া হবে।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছেন, ইতালি যা করেছে, তাতে কোনও ভুল নেই। প্রয়োজন হলে জোটের বাকি দেশগুলোও একই কাজ করতে পারে।
করোনার ‘ব্রাজিলিয়ান ধরন’ প্রতিরোধে সক্ষম ফাইজারের টিকা
ব্রাজিলে পি১ নামে দ্রুত ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত টিকা। সোমবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ডেইলি মেইলের।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত টিকা নেয়া ব্যক্তিদের রক্ত পরীক্ষা করা হয়েছিল। এর মাধ্যমে জানা গেছে, এই করোনা প্রতিরোধে ফাইজারের টিকা সক্ষম।
গিনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮
ইকুয়েটরিয়াল গিনিতে সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮-তে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, এ ঘটনায় আরও ৬১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৯৯ জন হাসপাতালে ভর্তি।
কলকাতায় রেলের বহুতল ভবনে আগুন, নিহত ৭
কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।
নিহতদের মধ্যে ৪ জন ফায়ার সার্ভিস কর্মী, ১ জন আরপিএফ কর্মী এবং একজন এএসআই রয়েছেন। আরও ১ জনের পরিচয় জানা যায়নি।
মেক্সিকোতে নারী অধিকার কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মেক্সিকোতে পুলিশ ও নারী অধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক পদযাত্রায় এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে নারী হত্যা ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে পদযাত্রা করে নারী অধিকার কর্মীরা।
তিন মাসে প্রথমবার মৃত্যু কমেছে যুক্তরাষ্ট্রে
তিন মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দেশটিতে নতুন করে এক হাজারের কম মানুষের মৃত্যু হয়েছে। যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশটিতে ৭৪৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১২ জানুয়ারি দেশটিতে ৪ হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়। যা কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ ছিল।
কেএএ/এএসএম