চলতি বছরে একদিনে দিল্লিতে সর্বোচ্চ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১১ এএম, ১৮ মার্চ ২০২১

ভারতের একাধিক রাজ্যে নতুন করে করোনাভাইরাসে সংক্রমণ বাড়ছে। দিল্লিতে চলতি বছরের রেকর্ড সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০০-এর বেশি মানুষ, যা ২০২১ সালের মধ্যে সর্বোচ্চ। এদিন মৃত্যু হয়েছে আরও তিনজনের।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে দিল্লিতে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৩৬ জন। এ নিয়ে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৫ হাজারের বেশি। দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১ কোটি ১৪ লাখের ঘরে।

অন্যদিকে মহারাষ্ট্রেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বুধবার (১৭ মার্চ) মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৭৯ জন। এদিন মৃত্যু হয়েছে আরও ৮৪ জনের। দেশের মোট সক্রিয় করোনা রোগীর ৬০ শতাংশ মহারাষ্ট্রে রয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

দেশটির ৮টি রাজ্যে ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে করোনা। এই তালিকায় রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ুসহ একাধিক রাজ্য। দেশটির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

মোদি জানান, দেশের ১৬টি রাজ্যের ৭০টি জেলায় ১৫০ শতাংশ হারে করোনা সংক্রমণ বেড়েছে। গত ১৫ দিনে এই পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করেছে। ফলে করোনা সংক্রমণ রোধে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহারাষ্ট্র করোনার সেকেন্ড ওয়েভের (দ্বিতীয় ঢেউ) শুরুর দিকে রয়েছে। সাধারণ মানুষ অনেকক্ষেত্রে করোনা স্বাস্থ্যবিধি মানছে না। গ্রাম ও শহর দুই জায়গায় একই দৃশ্য দেখা যাচ্ছে। এর ফলে করোনা ট্র্যাক, পরীক্ষা, আইসোলেশন ও কোয়ারেন্টাইনের ক্ষেত্রে প্রচেষ্টা খুব কম দেখা যাচ্ছে।

এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।