সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২৫ মার্চ ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৫ মার্চ ২০২১

বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মিয়ানমারে বাড়ছে মৃত্যুর মিছিল, আরও ৪ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা
মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। এ নিয়ে দেশটিতে প্রায় তিনশ গণতন্ত্রপন্থীকে হত্যা করা হলো। খবর রয়টার্সের।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর তাউঙ্গি শহরে গুলি করে চার বিক্ষোভকারীকে হত্যা করেছে জান্তানিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী।

করোনা টিকা রফতানি বন্ধ করল ভারত
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনাভাইরাসের টিকা রফতানি ‘সাময়িক’ বন্ধ করেছে ভারত। বুধবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির খবর অনুযায়ী, নিজেদের দেশে বাড়তি চাহিদার যোগান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে কোভ্যাক্সের আওতায় টিকা পাওয়ার আশায় থাকা ১৯০টি দেশের ওপর প্রভাব পড়বে।

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া জাপান সাগরে বৃহস্পতিবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্র ও জাপানের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। খবর বিবিসির।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রকে হুমকিস্বরূপ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়।

প্রবাসী উইঘুরদের নজরদারির চেষ্টা চালিয়েছে চীনা হ্যাকাররা : ফেসবুক
ফেসবুকের মাধ্যমে চীনের বাইরে থাকা উইঘুর সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি করতে চীনা হ্যাকাররা চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে ফেসবুক। খবর বিবিসির।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, এসব হ্যাকাররা ক্ষতিকর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সাংবাদিক ও কর্মীদের ডিভাইসে অনুপ্রবেশ ও দূর থেকে নজরদারি করতে চেয়েছিল। হ্যাকারদের অ্যাকাউন্টগুলো বাতিল করা হয়েছে।

অক্সিজেন সংকটে বিপর্যস্ত ব্রাজিল
ব্রাজিলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রীতিমতো বিপর্যয় দেখা দিয়েছে। অক্সিজেন সংকট, অপর্যাপ্ত ওষুধ এবং হাসপাতালে রোগীর চাপ বাড়ায় আগামী দিনগুলোতে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির ২৬টি রাজ্যের প্রায় প্রতিটিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগীর চাপ বেড়ে গেছে। হাসপাতালে পর্যাপ্ত বিছানা এবং ওষুধের অভাবে হাসপাতালের মেঝেতেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে। এছাড়া অক্সিজেনের অভাবেও বহু রোগী প্রাণ হারাচ্ছে।

খাশোগি খুনের তদন্তকারীকে হত্যার হুমকি সৌদি কর্মকর্তার
জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষজ্ঞ অ্যাগনেস ক্যালামার্ডকে সৌদি আরবের এক কর্মকর্তা হত্যার হুমকি দিয়েছেন বলে বুধবার নিশ্চিত করেছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক কার্যালয়। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড তদন্ত করায় তাকে এই হুমকি দেয়া হয়।

অ্যাগনেস ক্যালামার্ডের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে বলা হয়, তিনি যদি খাশোগি হত্যার তদন্তের লাগাম না টানেন তাহলে তার ‘ব্যবস্থা নেয়া হবে’ বলে হুমকি দিয়েছিলেন এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা।

সৌদিতে যাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে
সৌদি আরবে বেশ কিছু পেশার মানুষের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে। দেশটিতে মে মাসের মাঝামাঝি থেকে সেলুন, রেস্টুরেন্ট, ক্যাফে এবং খাবারের দোকানের কর্মীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। সৌদির পৌর ও পল্লী বিষয়ক এবং আবাসন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজের।

প্রতিদিন অনেক মানুষ এসব পেশার লোকজনের সংস্পর্শে আসেন। তাদের মধ্যে কেউ আক্রান্ত হলে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণেই জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করে এবং সংক্রমণের গতিরোধ করতে সেলুন, ক্যাফে, রেস্টুরেন্ট এবং বিভিন্ন খাবারের দোকানের সঙ্গে সংশ্লিষ্ট লোকজকে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনতে চাচ্ছে কর্তৃপক্ষ।

মৃত্যুদণ্ডের বিধান নিষিদ্ধ করল ভার্জিনিয়া
যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান তুলে নিয়েছে ভার্জিনিয়া। অঙ্গরাজ্যের গভর্নর একটি বিলে স্বাক্ষর করার মাধ্যমে নতুন এই আইন কার্যকর হলো। খবর বিবিসির।

গভর্নর রালফ নর্টহ্যাম এ প্রসঙ্গে বলেন, এই বাতিলকরণের ফলে জাতিগত বৈষম্যের ইতিহাসের পাশাপাশি একটি ‘মৃত্যুর যন্ত্র’ বন্ধ হবে।

ভারতে আসন্ন সব উৎসবে প্রকাশ্যে জনসমাগম নিষিদ্ধ
দিল্লির পর এবার ভারতের সকল রাজ্যে হোলি, শবে বরাত, বিহু, ইস্টার ও ঈদ উপলক্ষে প্রকাশ্যে জনসমাগমে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়েছে। করোনা সংক্রমণরোধে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সকল রাজ্যের মুখ্য সচিবকে লেখা চিঠিতে এ পদক্ষেপ নিতে বলা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতে করোনা সংক্রমণে প্রতিদিন নতুন করে রেকর্ড তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে দেশটির বিভিন্ন প্রান্তে। পাঁচটি রাজ্যে ভোটের পরে সংক্রমণ যে আরও বাড়বে, সে বিষয়ে অনেকটাই নিশ্চিত স্বাস্থ্য কর্মকর্তারা।

বাইডেন প্রশাসনে রূপান্তরিত নারী
বাইডেন প্রশাসনে নিয়োগ পেয়েছেন এক রূপান্তরিত নারী। সম্প্রতি মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে শিশু বিশেষজ্ঞ রাচেল লেভিনের এই নিয়োগ নিশ্চিত হয়েছে।

এর আগে পেনসিলভানিয়ার স্বাস্থ্য দফতরে কাজ করেছেন লেভিন। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ফেডারেল সরকারের আওতায় তাকে নিয়োগের ইচ্ছাপ্রকাশ করেন জো বাইডেন। মার্কিন সরকারের শীর্ষপর্যায়ে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মধ্যে এটাই প্রথম নিয়োগের ঘটনা।

কেএএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।