কাতারে এক দিনে রেকর্ড ৮ জনের মৃত্যু, শনাক্ত ৯৪০

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৮ এপ্রিল ২০২১

কাতারে এক দিনে করোনাভাইরাসে প্রথমবারের মতো রেকর্ড আটজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) নতুন করে দেশটিতে আক্রান্ত হন আরও ৯৪০ জন। এছাড়াও এই সময়ে মহামারি থেকে ৫২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় প্রবাসীদের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কাতারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। দেশটিতে বুধবার এক দিনেই রেকর্ড ৯৪০ জন শনাক্ত হয়েছেন। সেই সঙ্গে প্রথমবারের মতো একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের।

সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার যেসব কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন তা সঠিকভাবে মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

কাতারে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হয়েছে এবং দেশটিতে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮ হাজারের বেশি। এ পর্যন্ত ৪০ বাংলাদেশিসহ দেশটিতে করোনায় মারা গেছেন ৩২০ জন।

এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।