চিপ সংকটে বন্ধ হচ্ছে হুন্দাইয়ের গাড়ি উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৯ এপ্রিল ২০২১

চিপ সংকটের কারণে এবার উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গাড়িনির্মাতা ব্র্যান্ড হুন্দাই। আগামী সোমবার থেকে অন্তত দুইদিন তাদের আসান শহরের কারখানায় কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

শুক্রবার এক বিবৃতিতে হুন্দাই কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ির পাওয়ারট্রেইন কন্ট্রোল ইউনিটের সেমিকন্ডাক্টর সরবরাহ না থাকায় উৎপাদন আপাতত বন্ধ করতে হচ্ছে।

সরবরাহ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে তাৎক্ষণিকভাবে উৎপাদন শুরু করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

হুন্দাইয়ের আসান কারখানায় প্রতি বছর অন্তত তিন লাখ গাড়ি তৈরি হয়। জনপ্রিয় সোনাটা ও গ্র্যানাডিউর মডেলের গাড়ি আসে এই কারখানা থেকেই।

এর আগে, গত সপ্তাহে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা চিপ সংকটের কারণে উলসান কারখানায় ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত উৎপাদন বন্ধ রাখবে। এটি দক্ষিণ কোরিয়ায় হুন্দাইয়ের প্রধান কারখানা।

এর আগে চিপ সংকটে উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে নিসান, হোন্ডা, টেসলা, ফোর্ডের মতো গাড়িনির্মাতা ব্র্যান্ডগুলোরও।

হুন্দাই এতদিন কোনওমতে কাজ চালিয়ে যাচ্ছিল, কারণ তারা কিছু চিপ মজুত রেখেছিল, যেটা সাধারণত অন্যরা করে না।

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।