সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২৪ এপ্রিল ২০২১
প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ফুরাল অক্সিজেন, সাগরেই বিলীন নাবিকদের জীবিত উদ্ধারের আশা
কয়েক ডজন নৌযান, উড়োজাহাজ আর শত শত সামরিক কর্মকর্তার প্রাণান্ত চেষ্টাতেও কিছু হলো না। ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের অক্সিজেন শেষ হওয়ার সময়টুকু পার হয়ে গেছে। ফলে এর ভেতরে থাকা ৫৩ নাবিককে জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে এসেছে। জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটিতে বিদ্যুৎবিচ্ছিন্ন হলে সর্বোচ্চ তিন দিন অক্সিজেন থাকার ব্যবস্থা ছিল।
জনসনের টিকা ব্যবহারে স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
রক্তজমাট বাধার বিরল সমস্যার ঝুঁকি বিবেচনায় প্রায় ১১ দিন বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের ফের শুরু হচ্ছে জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহার। বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শক্রমে এর ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছেন মার্কিন নীতিনির্ধারকরা। এ পর্যন্ত প্রায় ৮০ লাখ মানুষ জনসনের টিকা নিয়েছেন। এদের মধ্যে রক্তজমাট সমস্যার শিকার হয়েছেন মাত্র ১৫ জন।
করোনায় মৃত্যুপুরী দিল্লি, মরদেহ দাহের জায়গা নেই শ্মশানে
মহামারি করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৫৪৯ জন মারা গেছেন। তার মধ্যে দিল্লিতেই মৃত্যু হয়েছে ১৩ হাজারের বেশি মানুষের। এই পরিস্থিতিতে জনবসতিপূর্ণ এলাকার পাশে গণচিতার ছবি সামনে এসেছে। শুধু শ্মশানই নয়, ভারতের রাজধানীর কবরস্থানগুলোর অবস্থাও একই রকম। মরদেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খাচ্ছে করোনায় মৃতের পরিবারগুলো।
আসিয়ান সম্মেলনে মিয়ানমারের সেনাপ্রধানকে হত্যাযজ্ঞ বন্ধের অনুরোধ
দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট- আসিয়ান’র সম্মেলনে সহিংসতা বন্ধ করতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং এর প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। শনিবার আসিয়ান সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান মিন অং হ্লেইং। অভ্যুত্থানের পর এটিই তার প্রথম কোনো বিদেশ সফর। সম্মেলনে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে ও রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হ্লেইংকে অনুরোধ জানান জোটের অন্যান্য নেতারা।
নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে
ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান ইয়ুডো মারগোনো। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সমুদ্রে ছয়টি ধ্বংসাবশেষের টুকরা পাওয়া গেছে যা বুধবার বালি সাগরে নিখোঁজ হয়ে যাওয়া সাবমেরিনটির বলেই ধারণা করা হচ্ছে। এগুলো সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
করোনায় মৃত্যু আবারও শূন্যে নামাল ইসরায়েল
মহামারির দ্বিতীয় ঢেউও নিয়ন্ত্রণে আনল ইসরায়েল। প্রায় ১০ মাস পর গত শুক্রবার দেশটিতে করোনায় মৃত্যু পুরোপুরি শূন্যের কোটায় নেমেছে। মহামারি মোকাবিলায় ইসরায়েলিদের এমন অসামান্য সফল্যের পেছনে ব্যাপক হারে টিকাদানের অবদান রয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৩৪৬ জন। পরের ২৪ ঘণ্টায় আর কারও মৃত্যু না হওয়ায় শুক্রবারও একই সংখ্যা দেখা গেছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাল স্পেসএক্সের রকেট
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল এনডেভারে চড়ে চারজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তৃতীয়বারের মতো নভোচারী পাঠালো স্পেসএক্স। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে কয়েকশ কোটি ডলারের চুক্তির আওতায় এই মিশন পরিচালিত হচ্ছে। এই মিশনে প্রথমবারের রকেট ও মহাকাশযান পুনরায় ব্যবহার করল স্পেসএক্স।
ভারত-পাকিস্তানের যাত্রীবাহী বিমান নিষিদ্ধ করল কানাডা
বাইরের কোনো দেশ থেকে যাতে করোনাভাইরাসের নতুন কোনো ধরন আসতে না পারে সেজন্য আজ (শনিবার) থেকে ভারত ও পাকিস্তান থেকে সব ধরনের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা সরকার। কমপক্ষে ৩০ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা গেছে। কানাডীয় পরিবহনমন্ত্রী ওমর আলঘব্রা বলেছেন, ভারত ও পাকিস্তান থেকে কানাডায় আসা ব্যক্তিদের মধ্যে অধিক সংখ্যক কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ায় ট্রান্সপোর্ট কানাডা দেশ দুটি থেকে সরাসরি যাত্রী বিমান চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে।
শ্রীলঙ্কায় করোনাভাইরাসের শক্তিশালী ধরন শনাক্ত
শ্রীলঙ্কায় করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হয়েছে যা বাতাসে ভেসে থাকতে সক্ষম এবং এ পর্যন্ত দেশটিতে পাওয়া ভাইরাসের সকল ধরনের চেয়ে বেশি শক্তিশালী। শ্রী জয়াবর্ধনপুরা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি অ্যান্ড মলিকিউলার সায়েন্স বিভাগের প্রধান নিলিকা মালাভিগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। মালাভিগে বলেন, ‘এই দ্বীপে পাওয়া করোনাভাইরাসের সকল ধরনের চেয়ে এই ধরনটি অনেক বেশি সংক্রামক। এটি বাতাসে ভেসে থাকতে সক্ষম। ড্রপলেটগুলো বাতাসে প্রায় এক ঘণ্টা ভেসে থাকতে পারে।’
এমকে/এমকেএইচ