করোনা টিকার দাম কমাল সিরাম
ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে করোনারোধী টিকা কোভিশিল্ডের দাম কমিয়েছে সিরাম ইনস্টিটিউট। ভারতীয় রাজ্যগুলো এখন আগের তুলনায় ১০০ রুপি কমে এই টিকা কিনতে পারবে। তবে ভারতের বেসরকারি হাসপাতাল ও বিদেশে রফতানির ক্ষেত্রে দাম কমানো হবে কি না তা জানানো হয়নি।
বুধবার বিকালে সিরামের প্রধান নির্বাহী (সিইও) আদর পুনেওয়ালা এক টুইটে বলেন, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার পক্ষ থেকে জনহিতকর কারণে আমি ডোজপ্রতি (কোভিশিল্ডের দাম) ৪০০ রুপি থেকে কমিয়ে ৩০০ রুপি করছি, যা এখন থেকেই কার্যকর হবে।
তার মতে, টিকার দাম কমানোর কারণে ভবিষ্যতে রাজ্যগুলোর কয়েক হাজার কোটি রুপি বেঁচে যাবে। এটি টিকাদানের পথ আরও প্রশস্ত করবে এবং অসংখ্য জীবন বাঁচাবে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার অনুমতি সাপেক্ষে তাদের আবিষ্কৃত করোনা টিকা উৎপাদন করছে বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট। তারা এর নাম দিয়েছে কোভিশিল্ড।
প্রাথমিকভাবে ভারতীয় রাজ্যগুলোর জন্য প্রতি ডোজ কোভিশিল্ডের দাম ৪০০ রুপি নির্ধারণ করেছিল সিরাম। বেসরকারি হাসপাতালের জন্য এর দাম ৬০০ রুপি। আর কেন্দ্রীয় সরকার মাত্র ১৫০ রুপিতেই টিকা পাবে বলে জানানো হয়।
কিন্তু বিভিন্ন পর্যায়ে দামের এমন পার্থক্য নিয়ে ক্রমেই বিতর্ক বাড়তে থাকে দেশটিতে। বিশেষ করে কেন্দ্রের তুলনায় রাজ্যকে দ্বিগুণেরও বেশি দামে কেন টিকা কিনতে হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবিজেপি-শাসিত রাজ্যগুলো এ নিয়ে সরব হয়।
যদিও সিরামের পক্ষ দাবি করা হয়, তৃতীয় দফায় কেন্দ্রীয় সরকারকেও ডোজপ্রতি ৪০০ রুপিতে টিকা কিনতে হবে। তবে তাতে বিতর্ক থামেনি।
এর মধ্যে বার্তাসংস্থা পিটিআই জানায়, সিরামকে করোনা টিকার দাম কমানোর নির্দেশ দিয়েছে মোদি সরকার। এর পরপরই সেই পথে হাঁটার কথা জানান সংস্থাটির সিইও।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কেএএ/এমএস