এককালের ফল বিক্রেতা কোটি টাকার অক্সিজেন দিচ্ছেন করোনা রোগীদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ৩০ এপ্রিল ২০২১

৮৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা) খরচ করে একাধিক হাসপাতালে ৪০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করেছেন ভারতের মহারাষ্ট্রের পরিবহন ব্যবসায়ী পেয়ারে খান। এজন্য স্থানীয় প্রশাসন তাকে অর্থ দিতে চাইলেও তিনি নেননি। কোটিপতি এই ব্যক্তির ব্যবসায়িক জীবনের শুরুটা হয়েছিল রেলস্টেশনের বাইরে কমলালেবু বিক্রির মাধ্যমে।

করোনাকালে মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেনের অভাব ভাবিয়ে তোলে পেয়ারেকে। হাসপাতালে হাসপাতালে অক্সিজেনের চাহিদা বাড়ছে কিন্তু জোগান সেই তুলনায় অপ্রতুল। তাই নিজের মতো করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হন তিনি। একাধিক শহর থেকে বাজার মূল্যের চেয়ে বেশি দামে অক্সিজেন ট্যাঙ্কার এনে নাগপুরের হাসপাতালে পৌঁছে দিতে শুরু করেন পেয়ারে। এখনও পর্যন্ত তিনি ৪০০ মেট্রিক টন অক্সিজেন এনেছেন নিজ শহরে।

পেয়ারে বলেন, পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানোটা তার কর্তব্য।

আসলে পেয়ারে খান হয়তো নিজের অতীতটা ভোলেননি। ছোটবেলা কেটেছে নাগপুরের তাজ বাগের বস্তিতে। ১৯৯৫ সালে কমলালেবু বিক্রি দিয়ে উপার্জন শুরু। পরে অটোরিকশা চালাতে শুরু করেন। সেখান থেকে ধীরে ধীরে পরিবহন ব্যবসায় ঢোকেন। আজ তিনি ৩০০টি ট্রাকের মালিক। তার কোম্পানির সম্পত্তি এখন ৪০০ কোটি ভারতীয় রুপি। তবে এখন নিজের রাজ্য ছাড়িয়ে ভারতজুড়ে তিনি পরিচিতি পেয়েছেন সেবামূলক কর্মকাণ্ডের জন্য।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।