ভারতে করোনার তৃতীয় ঢেউ ‘অনিবার্য’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৫ মে ২০২১

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে ভারত। গত সপ্তাহ দুয়েক ধরে প্রায় প্রতিদিনই ভাঙছে আক্রান্ত-মৃত্যুর রেকর্ড। এর মধ্যেই বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ের আঘাত সুনিশ্চিত।

বুধবার ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান উপদেষ্টা ড. কে বিজয়রাঘবন গণমাধ্যমের সামনে বলেন, যে হারে ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে ভারতে তৃতীয় ঢেউ আসতে বাধ্য। তবে সেটি কখন শুরু হবে তা পরিষ্কার নয়।

jagonews24

তিনি বলেন, আশা করা যায়, এবারের ঢেউ ধীরে আসবে। কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। দ্রুত ছড়িয়ে পড়া নতুন ধরন মোকাবিলায় টিকাগুলোকে আরও উন্নত করতে হবে।

সম্প্রতি ভারতে দেখা দেয়া করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো সুনামির আকার ধারণ করেছে। গত ১৪ দিন দেশটিতে দৈনিক তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

বুধবারের হিসাব অনুসারে, আগের ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮২ হাজার মানুষ। মারা গেছে আরও ৩ হাজার ৭৮০ জন।

jagonews24

রোগীর চাপ সামলাতে এরই মধ্যে হিমশিম খাচ্ছে দিল্লি, কর্ণাটকের মতো রাজ্যগুলো। বিশেষ করে, হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, গত এক সপ্তাহে বিশ্বে যত মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, তার প্রায় অর্ধেকই পাওয়া গেছে ভারতে।

দেশটিতে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ৬৫ হাজার ১৪৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৮৮ জনের। এই পরিস্থিতিতেও সেখানে করোনার টিকা পেয়েছে প্রায় ১৬ কোটি ৪ লাখ ৯৪ হাজার মানুষ।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।