সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১৭ মে ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইসরায়েলি বোমায় প্রতি ঘণ্টায় আহত হচ্ছে তিন ফিলিস্তিনি শিশু
অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবারও হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা আট দিন ধরে দখলদারদের বর্বরোচিত এ আগ্রাসনে ইতোমধ্যে অন্তত ১৯২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রয়েছে ৫৮টি কোমলমতি শিশুও। আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় তিনটি শিশু আহত হচ্ছে।
উপত্যকা এলাকায় গত সোমবার (১০ মে) থেকে ইসরায়েলি দখলদারদের টানা বিমান হামলায় এ পর্যন্ত ৩৬৬ শিশুসহ এক হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন।
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সিদ্ধান্ত ফের আটকে দিল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাতে আবারো ব্যর্থ হলো জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বাধার কারণে রোববারের বৈঠকও শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়া। এদিন বাইডেন প্রশাসনের আপত্তিতেই ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানানোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পরিষদ।
জানা যায়, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে আলোচনার জন্য চীন, তিউনিসিয়া ও নরওয়ের আহ্বানে সাড়া দিয়ে রোববার জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো। গত এক সপ্তাহে ফিলিস্তিন বিষয়ে এটি ছিল তাদের তৃতীয় বৈঠক। আগের দুটি বৈঠকে যুক্তরাষ্ট্রের বাধার কারণে যৌথ বিবৃতি প্রকাশ এবং ইসরায়েলের নিন্দা জানানো সম্ভব হয়নি। ওই বৈঠকগুলোতে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টি দেশই সহিংসতা কমানোর আনার আহ্বান জানালেও এর বিরোধিতা করে একমাত্র যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র-কানাডা-ব্রাজিলসহ যে ২৫ দেশের সমর্থন পাচ্ছে ইসরায়েল
ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলায় সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিলসহ ২৫ দেশ। এজন্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত রোববার (১৬ মে) নিজের টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় দেশগুলোর পতাকা পোস্ট করে তাদের প্রতি ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। যেসব দেশের সমর্থন পেয়েছেন বলে নেতানিয়াহু তার বার্তায় উল্লেখ করেছেন, সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়াতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, মলদোভা, নেদারল্যান্ড, মেসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন এবং উরুগুয়ে।
প্রায় একমাস পর ভারতে দৈনিক সংক্রমণ ৩ লাখের নিচে
প্রায় এক মাস পর ভারতে দৈনিক সংক্রমণের হার ৩ লাখের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার মানুষ। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জন।
সোমবার (১৭ মে) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ইসরায়েলে অস্ত্র সরবরাহে ইতালির বন্দর শ্রমিকদের অস্বীকৃতি
ইহুদিবাদী ইসরায়েল সরকারের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর পরিকল্পনা নিয়েছেন ইতালির বন্দর শ্রমিকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর প্রেক্ষাপটে অস্ত্র চালান সরবরাহে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ইতালির পত্রিকা কন্ট্রোপিয়ানো জানিয়েছে, অস্ত্রের একটি চালান ইসরায়েলে যাচ্ছে এমন তথ্য পাওয়ার পর ইতালির লিভোরনো শহরের বন্দর শ্রমিকরা তাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নেন।
দীর্ঘ কর্মঘণ্টা মৃত্যুর কারণ : বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা
দীর্ঘ কর্মঘণ্টার কারণে বিশ্বে প্রতিবছর লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।
এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত এই গবেষণা নিবন্ধটি দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে প্রথম কোনো বৈশ্বিক গবেষণা। এতে দেখা যায়, ২০১৬ সালে ৭ লাখ ৪৫ হাজার মানুষ দীর্ঘ কর্মঘণ্টা জনিত কারণে স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ২০০০ সাল থেকে এই হার অন্তত ৩০ শতাংশ বেড়েছে।
মিডিয়া ভবনে হামলা : ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের দাবি
অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-জাজিরা ও এপি’র কার্যালয় থাকা বহুতল ভবন আল-জালা টাওয়ার গুঁড়িয়ে দেয়ায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের আবেদন জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সাংবাদিক ও তথ্য অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ ডেলোর বলেছেন, ইচ্ছাকৃতভাবে মিডিয়া আউটলেটে হামলা যুদ্ধাপরাধের শামিল। এভাবে মিডিয়া আউটলেটগুলো ধ্বংস করে ইসরায়েলি বাহিনী কেবল সংবাদ কার্যক্রমের অগ্রহণযোগ্য ক্ষতিই করছে না, তারা একটি জনসম্পৃক্ত সংঘাতের বিষয়ে মিডিয়া কাভারেজেও বাধা দিচ্ছে।
গ্রিনহাউস গ্যাসে মারাত্মক ঝুঁকিতে বৈশ্বিক খাদ্য উৎপাদন
বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ চলছে, এই ধারা অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের খাদ্য উৎপাদন অঞ্চলগুলোর এক-তৃতীয়াংশ মারাত্মক ঝুঁকিতে পড়বে। এর প্রভাবে বৈশ্বিক খাদ্য উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে। সম্প্রতি ফিনল্যান্ডের আলতো ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষকরা বলেছেন, বর্তমানে শস্য উৎপাদনের জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর ৯৫ শতাংশকে ‘জলবায়ু নিরাপদ অঞ্চল’ হিসেবে ধরা হয়। কিন্তু গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা যদি ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়, তাহলে এসব অঞ্চলের অনেক জায়গায় বৃষ্টিপাতের ধরনে ব্যাপক পরিবর্তন ঘটবে। ফলে সেখানে খাদ্যশস্য উৎপাদন মারাত্মকভাবে কমে আসবে।
সিঙ্গাপুরে করোনার নতুন ধরনে আক্রান্ত শিশুরাও, স্কুল বন্ধ
ভারতীয় ধরনের মতো করোনভাইরাসে নতুন ধরনে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে সতর্ক করেছে সিঙ্গাপুর। এজন্য চলতি সপ্তাহ থেকে রাজধানী সিঙ্গাপুর সিটির বেশিরভাগ স্কুল বন্ধ করে দিয়ে শিশুদেরকেও ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বুধবার (১৯ মে) থেকে শহরটির সব ধরনের প্রাইমারি, সেকেন্ডারি এবং জুনিয়র কলেজের পাঠদান কার্যক্রম সম্পূর্ণরূপে বাড়ি থেকে পরিচালিত হবে। আগামী ২৮ মে পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ২৪৪ চিকিৎসকের মৃত্যু
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৪ জন চিকিৎসক। তাদের মধ্যে একদিনে সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে। তবে কোন দিন এই রেকর্ড মৃত্যু হয়েছে, তা বলা হয়নি বিবৃতিতে।
এবার মৃতদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন ডা. আনাস মুজাহিদ। দিল্লির সরকারি জিটিবি হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট ছিলেন ২৫ বছরের আনাস। করোনা ধরা পড়ার কিছুক্ষণের মধ্যেই ইন্ট্রাক্রেনিয়াল হ্যামরেজ (স্কালের মধ্যে ব্লিডিং) হয়। কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণ হারান এই তরুণ।
কেএএ/এএসএম