ভ্যাকসিন বেচে বিলিয়নিয়ার হলেন ৯ জন
অডিও শুনুন
করোনাভাইরাস ভ্যাকসিনের মাধ্যমে বিশ্বে অন্তত নয় জন নতুন বিলিয়নিয়ার তৈরি হয়েছেন। পিপল’স ভ্যাকসিন অ্যালায়েন্স নামে একটি অ্যাক্টিভিস্ট সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ভ্যাকসিন প্রযুক্তিতে ‘একচেটিয়া নিয়ন্ত্রণ’ বন্ধের দাবি জানিয়ে আসছে সংস্থাটি। খবর এএফপির।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘এই নতুন নয়জন বিলিয়নিয়ারের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৯৩০ কোটি ডলার। এর মাধ্যমে নিম্ন-আয়ের দেশগুলোর সকল জনগণকে প্রায় দেড়বার করে সম্পূর্ণ টিকাকরণ করা যাবে।’
এই তথ্য তারা ফোর্বস ম্যাগাজিনের তৈরি ধনীদের তালিকা থেকে সংগ্রহ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
পিপল’স ভ্যাকসিন অ্যালায়েন্স সংস্থাটিতে অনেকগুলো সংগঠন যুক্ত রয়েছে যারা ভ্যাকসিনের সম্পত্তি মালিকানা ও মেধাস্বত্ত্ব তুলে নেয়ার জন্য প্রচারণা চালাচ্ছে।
এই সংস্থার সঙ্গে যুক্ত অক্সফামের আনা ম্যারিয়ট বলেন, ‘ভ্যাকসিনগুলোর ওপর ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যে একচেটিয়া নিয়ন্ত্রণ রেখেছে তারই মানব চেহারা হলো এই বিলিয়নিয়াররা।’
সংস্থাটি আরও জানায়, নতুন ৯ জন বিলিয়নিয়ারের পাশাপাশি আটজন বর্তমান বিলিয়নিয়ারের সম্পদ ৩ হাজার ২২০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে।
নতুন বিলিয়নিয়ারদের মধ্যে শীর্ষে রয়েছেন মডার্না ও বায়োএনটেকের প্রধান নির্বাহী যথাক্রমে স্টেফেইন ব্যানসেল ও উগুর সাহিন।
অন্য তিনজন নতুন বিলিয়নিয়ার হলেন চীনা ভ্যাকসিন কোম্পানি ক্যানসিনো বায়োলজিকস-এর তিন সহ-প্রতিষ্ঠাতা।
এই গবেষণার ফলাফল এমন এক সময়ে এলো যখন শুক্রবার জি২০ দেশগুলোর বৈশ্বিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা ভ্যাকসিনের ওপর থেকে মেধাস্বত্ত্ব সাময়িকভাবে তুলে নিতে জি২০ জোটের ওপর চাপ ক্রমশই বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, মেধাস্বত্ত্ব তুলে নিলে উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন উৎপাদন অনেক বাড়বে এবং ভ্যাকসিন সরবরাহে যে বৈষম্য হচ্ছে তাও কমে আসবে।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বেশ কিছু দেশ ভ্যাকসিনের মেধাস্বত্ত্ব তুলে নেয়ার পক্ষে সায় দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠকে তারা এ বিষয়টি গঠনমূলকভাবে উত্থাপন করবে।
এমকে/জেআইএম