সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২১ মে ২০২১
প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গাজায় ১১ দিন হত্যাযজ্ঞ চালিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। এর আগে আগে বৃহস্পতিবার (২০ মে) ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির সম্মতির সিদ্ধান্ত নেয়া হয়।
যুদ্ধবিরতির ঘোষণায় গাজার রাস্তায় ‘বিজয়োল্লাস’
গাজা উপত্যকায় স্থানীয় সময় রাত ২টা (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। টানা ১১ দিন ধরে তাণ্ডব চালানোর পর মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এ ঘোষণার পর রাস্তায় নেমে উল্লাস করতে থাকেন গাজার জনগণ। এ যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
আল-আকসায় ফিলিস্তিনিদের উল্লাসে ইসরায়েলি পুলিশের হামলা
জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতির পর শুক্রবার এ ঘটনা ঘটল। প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন।
মহারাষ্ট্রের জঙ্গলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত
ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্ততপক্ষে ১৩ মাওবাদী নিহত হয়েছে। শুক্রবার (২১ মে) সকালে রাজ্যের গড়চিরৌলির এটাপল্লি জঙ্গলে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের জওয়ানরা। পুলিশ জানায়, এটাপল্লির জঙ্গলে ঢুকতেই জওয়ানদের লক্ষ্যে করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দুই পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ গুলির লড়াই চলে। পরে ১৩ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় বাস্তুচ্যুত ৯০ হাজার ফিলিস্তিনি
ইসরায়েলি বোমা হামলা গত ১১ দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কার্যালয়ের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বাস্তুচ্যুতদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির আওতাভুক্ত আশপাশের ৫৮টি স্কুলে। অনেকে আশ্রয় নিয়েছেন আগে থেকেই বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর সঙ্গে। বাস্তুচ্যুতদের সাহায্য ও গাজার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে অবিলম্বে ৭০ লাখ ডলারের আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
পশ্চিমবঙ্গে রেকর্ড ভেঙে একদিনে মৃত ১৬২
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মারা গেছেন ১৬২ জন। এই সময়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারেরও বেশি মানুষ। গত বুধবারই করোনায় প্রাণ হারিয়েছিলেন ১৫৭ জন। যা ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ। এর ঠিক ২৪ ঘণ্টায় মধ্যে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১৬২।
যুক্তরাষ্ট্রে জাতিগত বিদ্বেষমূলক অপরাধ বন্ধে আইন পাস
যুক্তরাষ্ট্রে জাতিগত বা ধর্ম সংক্রান্ত বিদ্বেষমূলক অপরাধের শিকার হয়ে থাকেন অনেকে। আফ্রিকানদের মতো এর শিকার এশীয়রাও। তবে এবার এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে বিদ্ধেষমূলক এই অপরাধ ঠেকাতে আইন পাস করল মার্কিন কংগ্রেস। এর আগে, আইনটি প্রতিনিধি পরিষদে ৩৬৪-৬২ ভোটে বিল আকারে পাস হয়। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হল।
সু চির দল বিলুপ্তির উদ্যোগ মিয়ানমার জান্তার
মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে জালিয়াতি করেছে এনএলডি। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওই বৈঠকে এনএলডিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি।
ভারতের প্রায় ৫০ শতাংশ মানুষ মাস্ক পরে না
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার জন্য রয়েছে সরকারি নির্দেশনা। করোনা সংক্রমণ রোধে দেশটির রাজ্যে রাজ্যে লকডাউন চলছে। কিন্তু এই পরিস্থিতিতেও ভারতের প্রায় ৫০ শতাংশ মানুষ মাস্ক পরে না। যারা মাস্ক পরে তাদের মধ্যে ৬৪ শতাংশ মাস্ক দিয়ে নিজেদের নাক ঢেখে রাখে না। নিয়ম মেনে মাস্ক পরে মাত্র ১৪ শতাংশ মানুষ।
২৬ মে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ‘যশ’
ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আগামী ২৬ মে সকালে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। এটি আঘাত হানতে পারে দিঘা ও শংকরপুরেও। এছাড়া উপকূলীয় তিন জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় ক্ষতির আশঙ্কা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য সরকার। বুধবারের পর বৃহস্পতিবারও নবান্নে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এমকে/এএসএম