ভারতে ১৮ বছর হলেই বিনামূল্যে পাবেন টিকা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৭ জুন ২০২১
ফাইল ছবি

ভারতে ১৮ বছর বয়সোর্ধ্বদের বিনামূল্যে করোনাভাইসের টিকা দেয়া শুরু হচ্ছে আগামী ২১ জুন। এর আগে দেশটিতে বিনামূল্যে টিকাগ্রহণের জন্য নির্ধারিত সর্বনিম্ন বয়স ছিল ৪৫ বছর। গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে বয়সের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবারের এক ভাষণে তিনি বলেন, ভারতে ২৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। অন্য অনেক দেশের তুলনায় ভারত কম সময়ের মধ্যে এ লক্ষ্য পূরণ করতে পেরেছে।

নরেন্দ্র মোদি জানান, ভারতে সাতটি সংস্থা টিকা তৈরির কাজ করছে। তিনটি সংস্থা আলাদাভাবে টিকার ট্রায়াল দিচ্ছে। সুতরাং টিকার সরবরাহ আরও বাড়বে। অন্য দেশ থেকেও টিকা কেনার বিষয়ে জোর চেষ্টা চালানো হচ্ছে। শিশুদেরও টিকার আওতায় আনার লক্ষ্যে দুটি টিকার ট্রায়াল চলছে ভারতে।

এদিকে, ভারতে দুই মাস পর একদিনে করোনা সংক্রমণ এক লাখে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন। এর আগে গত ৫ এপ্রিল আক্রান্তের সংখ্যা প্রথমবার এক লাখ পেরিয়েছিল। এরপর তা বাড়তে বাড়েতে চার লাখ ছাড়িয়ে যায়।

করোনায় বিপর্যস্ত ভারতে আক্রান্তের সংখ্যা যতটা কমেছে, মৃত্যু ততটা কমেনি। যদিও ২৩ এপ্রিলের পর সোমবারই প্রথমবারের মতো আড়াই হাজারের নিচে নেমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। এ নিয়ে ভারতে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

এএমকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।