সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১১ জুন ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সাজা চার মাসের জেল

ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁকে থাপ্পড় মারা যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় একটি আদালত। অবশ্য বৃহস্পতিবার অভিযুক্ত ড্যামিয়েন ট্যারেলকে ১৮ মাসের দণ্ড দিয়েছিলেন আদালত, পরে ১৪ মাসের সাজা স্থগিত করা হয়। ফলে ফরাসি প্রেসিডেন্ট থাপ্পড় মারার সাজা হিসেবে মাত্র চার মাস কারাগারে থাকতে হবে সেই যুবককে।

ফ্লোরিডার দোকানে গোলাগুলিতে ১ বছরের শিশুসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার রয়েল পাম বিচ এলাকায় পাবলিক্স গ্রোসারি নামের একটি সুপারশপে একজন বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে, ওই তিনজনের মাঝে হামলাকারী ব্যক্তি নিজেই একজন। মারা যাওয়া ছেলে শিশুটির বয়স মাত্র ১ বছর। তার সাথে থাকা নারী তার নানি/দাদি। তবে ওই হামলাকারী এবং মৃতদের মাঝে কোনো সম্পর্ক এবং এ হামলার কোনো কারণও জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ফেডারেল বিচারপতি হিসেবে কোনো মুসলিম নিয়োগের অনুমোদন দিল সিনেট। গত বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটিতে বিচারপতি হিসেবে জাহিদ কুরাইশিকে নিয়োগের পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ মার্কিন সিনেটর। এদিন কুরাইশির নিয়োগের পক্ষে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে ভোট পড়ে ৮১টি, বিপক্ষে ছিলেন মাত্র ১৬ জন সিনেটর। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ নিশ্চিত হয় তার।

জিনজিয়াংয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে চীন: অ্যামনেস্টি

জিনজিয়াং প্রদেশে উইঘুর, কাজাখ ও অন্যান্য সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করছে চীন। সেখানে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন করছে দেশটি। জিনজিয়াংয়ের ১০ লাখের বেশি মুসলিমকে পাঠানো হয়েছে বন্দী শিবিরে। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ১৬০ পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ২০১৯-এর অক্টোবর থেকে ২০২১-এর মে পর্যন্ত ১২৮ জনের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এর মধ্যে ৫৫ জন চীনের উইঘুরে বন্দী শিবিরে ছিলেন। বাকি ৬৮ জন নির্যাতিত পরিবারের সদস্য। অনেকের অভিযোগ, চীন মূলত জিনজিয়াং থেকে মুসলিমদের মুছে ফেলতে চায়।

‘বিজেপি ঘোর কাটিয়ে’ তৃণমূলে ফিরলেন মুকুল রায়

বিজেপি ছেড়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেছেন মুকুল রায়। সাড়ে তিন বছর পর আবার আগের দলেই ফিরে এলেন তৃণমূলের তৎকালীন এই দ্বিতীয় সর্বোচ্চ নেতা। ২০১৭ সালের অক্টোবরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল। ২০২১ সালের জুনে আবার প্রত্যাবর্তন। মাঝখানের এই সাড়ে তিন বছর তিনি বিজেপিতে খুব স্বস্তিতে ছিলেন এমনটা বলা যায়না। বিজেপি তাকে যোগ্য সম্মান দিয়েছে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। ধারণা করা হচ্ছে, ২০২৪ এ ভারতে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির অন্যতম শক্তিশালি হাতিয়ার হবেন মুকুল রায়। মোদির বিরুদ্ধে লড়াইয়ে মুকুলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে তৃণমূল।

ইথিওপিয়ায় দুর্ভিক্ষের কবলে সাড়ে ৩ লাখ মানুষ

ইথিওপিয়ার যুদ্ধপ্রবণ টাইগ্রে অঞ্চলের প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে। জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নথিতে উঠে এসেছে এমন তথ্য। পরে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থা ইউএনওসিএইচএ-এর প্রধান মার্ক লোকক বলেন, এ দুর্ভিক্ষ আরও প্রকোট আকার ধারণ করবে। ছড়িয়ে পড়তে পারে পার্শ্ববর্তী আমহার ও আফার এলাকায়। এমন পরিস্থিতিতে সেখানে শিগগিরই মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ব্রিটিশ-মার্কিন সম্পর্ককে অবিনশ্বর বললেন বরিস জনসন

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ককে অবিনশ্বর বলে উল্লেখ করেছেন বরিস জনসন। জো বাইডেনের সাথে প্রথমবারের মত বৈঠকের পর এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে ব্রেক্সিট ইস্যুসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের আলাপ হয়েছে। জি ৭ সম্মেলনে যোগ দিতে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন জো বাইডেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের কর্নওয়ালে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন আদালতে দোষী সাব্যস্ত ‘মাদকসম্রাট’ এল চাপোর স্ত্রী এমা

মেক্সিকান মাদকসম্রাট জোয়াকিন এল চাপো গুজম্যানের স্ত্রী এমা করোনেল এইসপুরোকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্বামীর মাদক সাম্রাজ্য পরিচালনায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ৩১ বছর বয়সী এমাকে গত বৃহস্পতিবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে হাজির করা হয়। এসময় বিচারপতি জানতে চান, তিনি নিজেকে দোষী মনে করেন কি না? জবাবে স্প্যানিশ ভাষায় ‘হ্যাঁ’ বলেন সাবেক এ ‘বিউটি কুইন’।

জুলাই থেকে অধিকাংশ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে জার্মানি

আগামী ১ জুলাই থেকে অধিকাংশ দেশের ওপর থেকে মহামারি সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস শুক্রবার এ তথ্য জানিয়েছেন। জার্মানিতে ভ্যাকসিন কর্মসূচি সফলভাবে পরিচালনার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নিয়মে যেসব দেশে সাতদিনে সংক্রমণের হার প্রতি এক লাখে ৫০ থেকে ২০০ এর মধ্যে থাকবে সেসব দেশকে আর ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে বিবেচনা করা হবে না। তবে যেসব দেশে সংক্রমণের হার এখনও বেশি অথবা ব্রিটেন, ভারতের মতো যেখানে করোনার নতুন ভ্যারিয়েন্ট অতিমাত্রায় ছড়াচ্ছে সেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আগের মতোই কার্যকর থাকবে।

ইরানকে উন্নত স্যাটেলাইট দেবে রাশিয়া

ইরানকে একটি উন্নত স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) দেয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এর মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে। এই পরিকল্পন্ননার আওতায় রাশিয়ায় তৈরি ক্যানোপুস-৫ নামের একটি স্যাটেলাইট কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটে সংযুক্ত থাকবে উচ্চ রেজুলেশনের ক্যামেরা। এর মাধ্যমে ইরান পারস্য উপসাগরের তেল শোধনাগার, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি সবই নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবে।

এমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।