সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২৪ জুন ২০২১
প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
জুলাইয়ের শেষে টিকা রফতানি শুরু করতে পারে ভারত: দ্য প্রিন্ট
প্রতিবেশীদের ‘অগ্রাধিকার’ দিয়ে আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্টের শুরুতে করোনারোধী টিকা রফতানি আবারও শুরু করতে পারে ভারত। সেটি যদি পুরোদমে সম্ভব না-ও হয় তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো যেসব প্রতিবেশী টিকা কিনেছিল, অন্তত তাদের পাওনা অংশটুকু পাঠানো হতে পারে। গত বুধবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
থাইল্যান্ডে কোভিড হাসপাতালে গোলাগুলি, বৃদ্ধা নিহত
থাইল্যান্ডের একটি অস্থায়ী কোভিড হাসপাতালে গোলাগুলির ঘটনায় এক বৃদ্ধা রোগী নিহত হয়েছে। সাবেক এক সেনা সদস্য বৃহস্পতিবার ওই হামলা চালায়। নিহত রোগীর বয়স ৫৪ বছর। পুলিশ জানিয়েছে, অস্থায়ী ওই হাসপাতালে এলোপাতাড়ি গুলি চালানোর আগে একটি স্টোরের কর্মীকে গুলি করে হত্যা করেন ওই সাবেক সেনা সদস্য। কী কারণে তিনি এভাবে হামলা চালালেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে মধ্যপ্রদেশে প্রথম মৃত্যু
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসে ভারতের মধ্যপ্রদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃত এই নারী উজ্জয়িনীর বাসিন্দা। স্থানীয় প্রশাসন জানায়, ওই নারীর মৃত্যু হয়েছিল আগেই। পরে জিনোম বিশ্লেষণ করে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বিষয়টি বুধবার ধরা পড়ে। এই মৃত্যু করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে ভারতের প্রথম মৃত্যু কি-না সে বিষয়ে দেশটির সরকার এখনও কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, এই ভ্যারিয়েন্টে এটিই ভারতে প্রথম মৃত্যু।
অনাস্থা ভোট উতরে গেলেন ট্রুডো
অনাস্থা ভোট উতরে গেছেন কানাডার সংখ্যালঘু সরকারের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটে জয়ের মাধ্যমে তিনি এই গ্রীস্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়াতে সক্ষম হয়েছেন। দেশটির হাউস অব কমন্সে প্রস্তাবিত বাজেট অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন ২১১ জন এবং বিপক্ষে ভোট পড়েছে ১২১টি। কানাডার রক্ষণশীল বিরোধী দল ট্রুডোর বিপক্ষে ভোট দিয়েছে। তবে নিম্নকক্ষের অপর তিনটি ছোট ব্লকের সমর্থন পাওয়ায় অনাস্থা ভোটে সহজেই পার পেয়ে গেছেন ট্রুডো।
কানাডায় আবাসিক স্কুলে আবারও মিলল শতাধিক কবর
কানাডার একটি আদিবাসি সংগঠন জানিয়েছে, তারা সাসকাচেওয়ান প্রদেশে পূর্বেকার একটি আবাসিক স্কুলে শতাধিক চিহ্নহীন কবর পেয়েছেন। কাউয়েসেস ফার্স্ট ন্যাশন নামে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার পাওয়া এই কবরগুলো কানাডার ইতিহাসে পাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য বস্তু। তবে ঠিক কতটি কবর পাওয়া গেছে তা তারা জানায়নি। এ ঘটনা এমন এক সময় ঘটল যখন কয়েক সপ্তাহ আগেই ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে ২১৫টি আদিবাসী শিশুর দেহাবশেষ পাওয়া গেছে।
কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি
জম্মু-কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রায় দুই বছর পর উপত্যকার রাজনৈতিক নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৩টা নাগাদ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হবে। এতে যোগ দেবেন- ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবি আজাদ ও উপত্যকার মোট ৮টি রাজনৈতিক দলের ১৪ জন প্রতিনিধি।
যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধসে নিহত ১, বহু হতাহতের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি বহুতল ভবন ধসে পড়ায় অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ামি-ডেইড কাউন্টিতে ১২তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে।
ব্রিটেনে শিশুদের স্থুলতা কমাতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে বিধিনিষেধ
ব্রিটিশ সরকার জানিয়েছে, স্থুল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা সন্ধ্যাবেলায় জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। এই বিধিনিষেধের আওতায় ব্রিটেনে আগামী বছর থেকে টেলিভিশন এবং অন-ডিমান্ড চ্যানেলগুলোতে উচ্চমাত্রায় চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে প্রচার করা যাবে না। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ১০ শতাংশ স্থুলতায় আক্রান্ত। আর ১০ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে এই হার ২০.২ শতাংশ।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনো মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে আকুইনোর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজের শাসনামলে তিনি বেশ সফল ছিলেন।
এমকে/জিকেএস