সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৬ জুলাই ২০২১
প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
যুক্তরাষ্ট্রে ৪০০ গোলাগুলির ঘটনায় অন্তত ১৫০ জন নিহত
গত ৪ জুলাই (রোববার) সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের সংগ্রহ করা তথ্য জানিয়ে সিএনএন’র খবরে বলা হয়, শুক্রবার থেকে শুরু হওয়া এসব ঘটনা এখনও চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে।
রাশিয়ার নিখোঁজ প্লেনের ২৮ আরোহীর সবাই নিহত
রাশিয়ার নিখোঁজ হওয়া যাত্রীবাহী প্লেনের ২৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ গণমাধ্যমগুলো। সেখানে অন্তত দুটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। প্লেনটিতে ছয়জন ক্রু ও ২২ যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এর আগে, মঙ্গলবার সকালের দিকে এন-২৬ নামের ওই যাত্রীবাহী প্লেনটি নিখোঁজ হয়। সেটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাচ্ছিল। পরবর্তীতে প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রাতের অন্ধকারে চুপিসারে বাগরাম ঘাঁটি ছাড়ে মার্কিন সেনারা
সব আলো নিভিয়ে রাতের অন্ধকারে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে চলে যায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী। এমনকি এ বিষয়ে আফগান কর্মকর্তাদেরও কিছু জানায়নি তারা। ঘাঁটির নতুন আফগান কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি বিবিসি’কে জানিয়েছেন, গত শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে বাগরাম ছেড়ে যায় মার্কিন সেনারা। এর কয়েক ঘণ্টা পর বিষয়টি জানতে পারে আফগান বাহিনী।
বাগরাম শুধু সামরিক বিমানঘাঁটিই নয়, এটি একটি কারাগারও। সেখানে বর্তমানে পাঁচ হাজারের বেশ তালেবান সদস্য বন্দি রয়েছে। এ অবস্থায় ঘাঁটি পুরোপুরি অরক্ষিত রেখে কাউকে কিছু না জানিয়ে মার্কিন বাহিনী হুট করে বিদায় নেয়ায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
পালিয়ে যাওয়া সৈন্যদের ফিরিয়ে ফের যুদ্ধে পাঠাবে আফগানিস্তান
তালেবানের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে যাওয়া সৈন্যদের ফিরিয়ে ফের যুদ্ধে পাঠানো হবে বলে জানিয়েছে আফগান সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মহিব জানিয়েছেন, ইতোমধ্যে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের অবস্থানত্যাগী ২ হাজার ৩০০ সৈন্যকে ফের দায়িত্বে পাঠানো হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মহিব বলেছেন, তাজিকিস্তানে পালিয়ে যাওয়া সৈন্যরা ফিরে আসছে এবং তারা আবারো ফায়জাবাদের মানুষজনের সেবায় নিয়োজিত হবে। তবে এসব সৈন্যকে কোন প্রক্রিয়ায় ফেরত নেয়া হচ্ছে তা নিশ্চিত করেননি এ কর্মকর্তা।
নাইজেরিয়ায় অপহরণের শিকার ১৪০ স্কুলশিক্ষার্থী
নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় সোমবার রাতে তাদের অপহরণ করা হয়। শিক্ষার্থীদের উদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। খবর ডয়েচে ভেলের।
পুলিশ বলছে, শুরুতে উত্তরপশ্চিম নাইজেরিয়ার একটি বোর্ডিং স্কুলে হামলা চালায় বন্দুকধারীরা। স্কুলের পাঁচিল টপকে এ হামলা চালায় তারা। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‘চীনকে খোঁচাতে’ দালাই লামার জন্মদিনে মোদির ফোন
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা প্রায় ছয় দশক ধরে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তাকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ মনে করে বেইজিং। চীনা প্রশাসন ক্ষুব্ধ হতে পারে শঙ্কা থেকে এতদিন সাধারণত দালাই লামার সঙ্গে যোগাযোগের কথা প্রকাশ করতেন না ভারতীয় নেতারা। তবে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নিজেই সদম্ভে ঘোষণা দিয়েছেন, তিনি তিব্বতের স্বাধীনতাকামী এ নেতার জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। চীন ক্ষুব্ধ হতে পারে জেনেও তার এমন কাণ্ড জিনপিং প্রশাসনকে ক্ষেপিয়ে তোলার উদ্দেশ্যে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, মঙ্গলবার দালাই লামার ৮৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানানোর কথা টুইটারের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। টুইটে তিব্বতী নেতার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুও কামনা করেছেন তিনি।
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার চেষ্টা!
ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে খবর এসেছে। সেসময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত চারবার ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিন জোনের নিকটবর্তী আল-কাররাদা, আল-জাদরিয়া ও আল-কাদিসিয়া এলাকা থেকে গুলিবর্ষণের শব্দ শোনা যায়।
অ্যামাজনের সিইও পদ ছাড়লেন জেফ বেজোস
অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছেড়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সোমবার আনুষ্ঠাকিভাবে অ্যামাজনের সিইও-র দায়িত্ব থেকে অবসর নেন তিনি।
অ্যামাজনে বেজোসের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্ডি জেসি। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। তবে সিইও পদ ছাড়লেও অ্যামাজনের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন বেজোস।
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত
পাকিস্তানে সেনা চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। হতাহত সবাই পাকিস্তান সেনাসদস্য। আহত সেনাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে হতাহতের ঘটনা ঘটে।
পরে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে শুরুতে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় তারা ভারী অস্ত্রের ব্যবহার করে। পরে সেনাদের আত্মরক্ষামূলক হামলায় এক সন্ত্রাসী আহত হয়।
১৯ জুলাইয়ের পর স্বাস্থ্যবিধির কড়াকড়ি থাকবে না ব্রিটেনে
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তার দেশ লকডাউন পুরোপুরি তুলে নেয়ার যে পরিকল্পনা করছে তাতে আগামী ১৯ জুলাইয়ের পর সেখানে কাউকে বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরতে হবে না এবং শারীরিক দূরত্বের বিধিও মানতে হবে না। বাড়ি থেকে কাজের যে নিয়ম গত ১৬ মাস ধরে চালু ছিল, সে সময় তাও বিলুপ্ত হয়ে যাবে।
বিবিসি’র খবরে বলা হয়, আগামী ১২ জুলাই সর্বশেষ তথ্য পর্যালোচনা করে এই পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
কেএএ/এমএস