বিশ্বে একদিনে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু
অডিও শুনুন
প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন সাত হাজার ৫৬৪ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ১১ হাজার ৪১১ জন। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৭০ হাজার ৮২১ জন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৯৯৯ জনের। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৩৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি আট লাখ ১১ হাজার ১৯১ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন। এর মধ্যে ছয় লাখ ৪৬ হাজার ৬৬৭ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন তিন কোটি পাঁচ লাখ ৭০ হাজার ২২৯ জন।
সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩২৮ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩৫ হাজার ৫০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১৬ লাখ ৯০ হাজার ৫৮৬ জন।
সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা শনাক্তের সংখ্যা দুই কোটি পাঁচ লাখ ৮৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭৪ হাজার ৯৪৪ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৪৭ জন।
সংক্রমণের এ তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান ইতালি।
সংক্রমণের তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। আর এতে মারা গেছেন ২৫ হাজার ৩৯৯ জন। করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
ইএ/এএসএম