সিডনিতে বাড়ছে সংক্রমণ, চিকিৎসা দিতে হিমশিম অবস্থা
করোনা মহামারির তৃতীয় ঢেউ এখন অস্ট্রেলিয়ায়। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় ক্রমেই দেশটিতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। দুই মাসের লডকাউন চললেও এখনও কমছে না সংক্রমণ। সিডনির হাসপাতালগুলোতে করোনা চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকসহ সংশ্লিষ্টদের। খবর রয়টার্সের।
বুধবার নিউ সাউথ ওয়েলসের সিডনিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯শ ১৯ জন। দেশটিতে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর এটিই সর্বোচ্চ বলে জানা গেছে। এরমধ্যে ১১৩ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন এবং ৯৮ জন ভ্যাকসিন নেননি।
নিউ সাউথ ওয়েলসের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্যারি বলেন, আমাদের এখন ভ্যাকসিনই চাবিকাঠি। টিকাদান কর্মসূচি আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
করোনার তৃতীয় ধাপ সামলাতে সিডনি, মেলবোর্নসহ বড় শহরগুলোর ২৫ মিলিয়ন মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে।
১৬ বছর উর্ধ্ব ৩১ শতাংশ মানুষ করোনার টিকা সম্পূর্ণ করেছেন আর ৫৪ শতাংশ মানুষ নিয়েছেন এক ডোজ করে টিকা।
সিডনির ওয়েস্টমিড হাসপাতাল সূত্র বলছে, হাসপাতালে ভর্তি রোগীর ৮০ ভাগই সিডনির পশ্চিমাঞ্চলের। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুব চাপের মধ্যে কাজ করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।
রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী ব্রেড হ্যাজার্ড স্বীকার করেন যে স্বাস্থ্যবিভাগ খুব চাপের মধ্যে কাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেন তিনি।
সিডনিতে কঠোর লকডাউন দীর্ঘদিন জারি থাকায় তীব্র ক্ষোভ বাসিন্দাদের মধ্যে। সম্প্রতি লকডাউন বিরোধী সমাবেশে পুলিশ ও বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
এসএনআর/এমএস