অস্ট্রেলিয়ায় করোনায় মৃত্যু হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ৩০ আগস্ট ২০২১

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সোমবার (৩০ আগস্ট) সিডনির সাউথ ওয়েলস রাজ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার তিনজনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও এক হাজার ২১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে সফল হিসেবে বিবেচিত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম। তবে সম্প্রতি সেখানে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মৃত্যু ও শনাক্ত বেড়েছে। ফলে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে লড়াই করছে দেশটি।

মহামারি শুরু হওয়ার পর এ মুহূর্তে সবচেয়ে বেশি খারাপ সংখ্যা দেখছে অস্ট্রেলিয়া। নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে দেশটি। এর আগে করোনা নিয়ন্ত্রণে অন্যান্য উন্নত দেশের তুলনায় অস্ট্রেলিয়া বেশ ভালো অবস্থানে ছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, টিকা দেওয়ার হার বাড়লেও আগামী অক্টোবরে সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে।

সিডনি, মেলবোর্ন ও ক্যানবেরায় সংক্রমণ ছড়িয়ে পড়ার পর অর্ধেকেরও বেশি অস্ট্রেলিয়ান লকডাউনে ঘরেই রয়েছেন। দীর্ঘ লকডাউন এবং টিকা কার্যক্রম গতিশীল থাকলেও দেশটিতে সবকিছু পুনরায় খুলে দেওয়ার সময় নির্ধারণ নিয়েও বিতর্ক রয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন গত সপ্তাহে আগের জিরো-কোভিড কৌশল থেকে সরে এসেছেন। প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশ অথবা দেশের সাধারণ জনগোষ্ঠীর অর্ধেকের বেশি টিকা পেলে বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েছেন তিনি।

ইউএইচ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।