সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ সেপ্টেম্বর ২০২১
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
সাবেক কর্মকর্তাদের দেশে ফেরার আহ্বান নতুন আফগান প্রধানমন্ত্রীর
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সাবেক আফগান সরকারের যেসব কর্মকর্তা পালিয়ে গেছেন, তাদের সবাইকে স্বদেশে ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তিনি বলেছেন, তাদের (সাবেক কর্মকর্তা) সবার সুরক্ষা ও নিরাপত্তার গ্যারান্টি দেবে তালেবান। বুধবার (৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
হাসান আখুন্দ আরও জানিয়েছেন, তাদের নতুন তত্ত্বাবধায়ক সরকার কূটনীতিক, দূতাবাস ও ত্রাণসহায়তাকারী সংস্থাগুলোরও নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে। তালেবান সরকারের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, তারা একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা ও সব দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনে আগ্রহী।
নর্থ মেসিডোনিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ করোনা রোগীর মৃত্যু
নর্থ মেসিডোনিয়ায় একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ রোগীর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, হাসপাতালেল ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। তেতোভো শহরের একটি প্রধান সড়কের কাছ থেকেও কালো ধোঁয়া দেখা গেছে।
অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তারা এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
পালানোর জন্য ক্ষমা চাইলেন সাবেক আফগান প্রেসিডেন্ট
দেশকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। খবর বিবিসির।
১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পরপরই দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ গানি। বুধবার এক টুইট বার্তায় এই সাবেক আফগান প্রেসিডেন্ট দুঃখপ্রকাশ করে বলেন, আমার জীবনে কাবুল ত্যাগ করা ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তবে তিনি দুঃখিত উল্লেখ করে বলেন, এটি অন্যভাবে করাও সম্ভব ছিল না।
যুক্তরাষ্ট্রে এক মাসে সাড়ে ৭ লাখ শিশু করোনা আক্রান্ত
যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা ধরন হু হু করে বাড়ছে। স্কুল খোলার পর এতে আক্রান্ত হচ্ছে শিশুরাও। গত এক সপ্তাহে দেশটিতে আড়াই লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স (এএপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত ৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা সাড়ে সাত লাখ। জুলাই মাসে স্কুল খুলে দেওয়ার পর শিশুদের করোনা আক্রান্তের এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
চীনকে মোকাবিলায় ওয়াশিংটনে বসছেন কোয়াড নেতারা
চীনবিরোধী হিসেবে পরিচিত কোয়াড জোটের পরবর্তী সম্মেলন হতে পারে আগামী ২৪ সেপ্টেম্বর। বর্তমানে ওয়াশিংটনে এ সম্মেলন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র ও জাপানি সূত্রের বরাতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে টোকিওভিত্তিক বার্তা সংস্থা কিয়োদো নিউজ।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান- এ চার দেশের জোটই ‘কোয়াড’ নামে পরিচিত। গত মার্চে করোনাভাইরাস মহামারির কারণে ভার্চুয়ালি বৈঠক করেছিলেন কোয়াড নেতারা। এসময় তারা করোনা টিকা বিতরণ, জলবায়ু পরিবর্তন এবং চীনা প্রভাব বৃদ্ধি মোকাবিলার মতো ইস্যুগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করা অঙ্গীকার করেন।
আফগানিস্তান নিয়ে শঙ্কিত ভারত রাশিয়াকে পাশে চায়
আফগানিস্তান থেকে পরিচালিত বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্য এশিয়ার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছে ভারত ও রাশিয়া। এ ধরনের সন্ত্রাস মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে নয়া দিল্লি ও মস্কো। বুধবার দুই দেশের জাতীয় নিরাপত্তাপ্রধানদের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। খবর রয়টার্সের।
বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদ সচিব নিকালাই পত্রুশেভ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠকের পর এক ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও রাশিয়া। উভয় পক্ষই বলেছে, তালেবানকে অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
তরুণদের আসক্তি কমাতে নতুন অনলাইন গেমের অনুমোদন বন্ধ চীনে
তরুণদের অনলাইন গেমের ওপর আসক্তি কমাতে নতুন গেমের অনুমোদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে চীন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (৮সেপ্টেস্বর) বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন গেম নির্মাতা টেনসেন্ট ও নেটইজকে ডেকেছিল চীনা কর্তৃপক্ষ। সেখানেই নতুন গেমের অনুমোদন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এই স্থগিতাদেশ কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয়।
গভীর রাতের প্যারেডে কিম জং উন
উত্তর কোরিয়ায় গভীর রাতে প্যারেডে দেখা গেল দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে। দেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে ‘প্যারামিলিটারি অ্যান্ড পাবলিক সিকিউরিটি’ প্যারেডের আয়োজন করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
বুধবার গভীর রাতের ওই প্যারেডে হাস্যোজ্জ্বল কিম জং উনকে অংশ নিতে দেখা গেছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কয়ারে ওই প্যারেডের আয়োজন করা হয়। উত্তর কোরিয়ার ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জমকালো আয়োজন দেখা গেছে।
ভারতে নৌকা উল্টে একজনের মৃত্যু, নিখোঁজ ৩০
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে অপর একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৩০ জনের বেশি। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
আসাম রাজ্যের জোরহাটের কাছে ব্রহ্মপুত্র নদে নৌকাটি উল্টে যাওয়ার সময় এতে ১২০ জন আরোহী ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠেছেন।
লকডাউন তুলে নিচ্ছে সিডনি
অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি আগামী মাস থেকে লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা করছে। ভ্যাকসিন কার্যক্রমের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে থাকায় কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে। নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে গত জুলাই থেকেই লকডাউন জারি রয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে কয়েক মাস ধরেই লকডাউন জারি রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাজ্য সরকার বহুল প্রত্যাশিত ‘রোডম্যাপ টু ফ্রিডম’ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের ৭০ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণ করলেই লোকজন আবারও আগের মতো জীবন-যাপনে ফিরে যেতে পারবেন।
কেএএ/জেআইএম