সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৬ অক্টোবর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্বে করোনায় মৃত্যু ৪৯ লাখ ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ৪২৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৪৯ লাখ চার হাজার ৬৫০ জনে। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৪৭ হাজার ৬৩০ জন। এতে বিশ্বব্যাপী করোনা শনাক্ত ছাড়িয়েছে ২৪ কোটি আট লাখ ২৩ হাজার ৫৭৭ জনে।

সৌদি জোটের অভিযানে ১৬০ হুথি নিহত

ইয়েমেনের আবিদায় সৌদি জোটের পরিচালিত অভিযানে ১৬০ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে ১১টি সামরিক যানবাহন। সৌদি জোট এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব অঞ্চলের আবিদা জেলায় হুথিদের লক্ষ্য করে ৩১টি অভিযান পরিচালনা করেছে সৌদি জোট। গত সেপ্টেম্বরে আবিদা জেলা দখল করে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা। পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলেও বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে তালেবান

জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা বলেন, তালেবানের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে, খুব শিগগিরই মেয়েরা মাধ্যমিক স্কুলে যাওয়ার অনুমতি পাবে। সব আফগান মেয়েরাই পড়ালেখার সুযোগ পাবে বলে তালেবানের পক্ষ থেকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের উপপ্রধান ওমর আবদিকে জানানো হয়েছে।

গত সপ্তাহে কাবুল ভ্রমণ করেছেন ইউনিসেফের উপপ্রধান ওমর আবদি। জাতিসংঘের সদর দপ্তরে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে পাঁচটিতে এরই মধ্যে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত মনমোহন সিং

কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সম্প্রতি তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর পক্ষ থেকে শনিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মনমোহনের অবস্থার উন্নতি হচ্ছে। জ্বর হওয়ার পর দুর্বল হয়ে পড়ায় বুধবার সন্ধ্যায় ৮৯ বছর বয়সী এই কংগ্রেস নেতাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়।

রাশিয়ায় একদিনে হাজারের বেশি মৃত্যুর রেকর্ড

করোনা সংক্রমণে রাশিয়ায় একদিনে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর প্রথমবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো। দেশটিতে বর্তমানে কোনো বিধিনিষেধ নেই, এমনকি ভ্যাকসিন কর্মসূচিও আশানুরূপ হচ্ছে না। শনিবার সরকারি এক হিসেব অনুযায়ী, রাশিয়ায় নতুন করে একদিনে ৩৩ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজারের বেশি মানুষ।

টেক্সাসে গুলির ঘটনায় এক কর্মকর্তা নিহত, আহত ২

টেক্সাসে গুলি চালিয়ে এক ডেপুটি কনস্টেবলকে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টনে একটি বারের বাইরে থেকে তাদের গুলি করা হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাইফেল হাতে এক ব্যক্তি টেক্সাসের তিন ডেপুটি কনস্টেবলকে বারের বাইরে গুলি করেন। স্থানীয় সময় শনিবার সকালে একটি মামলার তদন্ত করছিলেন ওই কর্মকর্তারা। গুলির ঘটনায় এক কর্মকর্তা নিহত হন এবং বাকি দুই কর্মকর্তা আহত হন।

আসিয়ানের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছেন না মিয়ানমার জান্তাপ্রধান

চলতি মাসের শেষের দিকে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এসিয়ান ন্যাশন্সের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্বের উপস্থিতি নিয়ে সদস্য রাষ্ট্রগুলো একমত হতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বালিতে ভূমিকম্পে নিহত ৩, আহত ৭

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে।

নদী পরিচ্ছন্ন করতে গিয়ে ইন্দোনেশিয়ায় প্রাণ গেলো ১১ কিশোরের

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় নদী পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়ে প্রাণ গেছে ১১ কিশোরের। একটি স্কুলের অন্তত দেড়শ কিশোর এতে অংশ নেয়, যাদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। এসময় হঠাৎই পানিতে পড়ে যায় ২১ জন। পরে নিখোঁজ হওয়া ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

বাদুংয়ের অনুসন্ধান ও উদ্ধারবিষয়ক কার্যালয়ের প্রধান কর্মকর্তা দেদেন রিদওয়ানসিয়াহ জানান, কিশোররা যখন কাজে নামে তখন আবহাওয়া ভাল ছিল এবং সেখানে বন্যার পানির মতো অবস্থাও ছিল না। যারা পানিতে ডুবে যায় তারা একে অপরের হাত ধরে হাটছিল। এসময় তাদের একজন পিছলে পড়লে অন্যরাও পানিতে ডুবে যায়।

ড্রোন হামলায় নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলায় শিশুসহ নিরীহ ১০ আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনায়, ভুক্তভোগী স্বজনদের আর্থিক ক্ষতিপূরণ দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভুক্তভোগী স্বজনদের এ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়। তবে ক্ষতিপূরণ নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন নিহতদের স্বজনরা।

কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এক দিন আগে, ২৯ আগস্ট ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে একজন ত্রাণ সহায়তাকর্মী ও তার পরিবারের নয় সদস্য প্রাণ হারান। এর মধ্যে সাতজনই শিশু। সবচেয়ে ছোট শিশুর নাম সুমাইয়া। তার বয়স মাত্র ২ বছর।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।