সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৭ নভেম্বর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

করোনার নতুন ধরন ওমিক্রন ‘উদ্বেগের কারণ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরনকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা জানিয়েছে, করোনার অন্য সংক্রামক ধরনগুলোর তুলনায় নতুনটিতে পুনঃআক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। শুক্রবার (২৬ নভেম্বর) সংস্থাটির উপদেষ্টা প্যানেলের এক জরুরি বৈঠকে এসব কথা বলা হয়েছে।

এদিন করোনার বি.১.১৫২৯ ধরনের একটি নামও দেওয়া হয়েছে। গ্রিক বর্ণমালা অনুসারে নতুন ধরনটির নাম রাখা হয়েছে ওমিক্রন। এটিকে করোনাভাইরাসের ‘উদ্বেগের ধরন’ বলেও উল্লেখ করেছেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা। প্রচলিত টিকা এর বিরুদ্ধে কতটা কার্যকর, এখন সেটি পরীক্ষা করা হচ্ছে।

ওমিক্রনের ধাক্কায় তেলবাজারে ধস, দাম কমলো ব্যারেলপ্রতি ১০ ডলার

জো বাইডেন এতদিন ধরে যা চেষ্টা করছেন, তা মাত্র দুদিনেই করে ফেললো করোনাভাইরাস। আরও ভালোভাবে বললে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। সম্ভাব্য অতিসংক্রামক এই ধরন শনাক্তের খবরের জেরে শুক্রবার (২৬ নভেম্বর) রীতিমতো ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে। বড় বড় শেয়ারবাজারগুলোতে সূচকের পতন হয়েছে মোটা দাগে। এদিন তেলের বাজারও ছিল নিম্নমুখী।

ফিন্যান্সিয়াল টাইমসের খবর অনুসারে, শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশের বেশি। মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৬৮ দশমিক ১৫ ডলার। আর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১২ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭২ দশমিক ৭২ ডলারে।

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জোকিসিংগো শহরের একটি মহাসড়কে স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) ওই দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৯ জন এবং আহত হন আরও ৩২ জন।

দ. আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে আসা ৮৫ জনের করোনা শনাক্ত

ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডামে পৌঁছানো দুটি ফ্লাইটে ডজনখানেক যাত্রীর দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার শনাক্ত হওয়া এসব রোগী করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার আমস্টারডামের স্কিফল বিমানবন্দরে কেএলএমের দুটি ফ্লাইটে প্রায় ৬শ যাত্রী নেদারল্যান্ডসে পৌঁছান। করোনার নতুন ধরনের কারণে তাদের ফ্লাইট বেশ কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছে। একই সঙ্গে তাদের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়েছে।

পাকিস্তানে রাজস্ব আয়ের ৮৫ শতাংশই যায় দেনা মেটাতে

গত অর্থবছরে আদায় করা প্রতি ১০০ রুপি রাজস্বের মধ্যে ৮৫ রুপিই বিদেশি ঋণ পরিশোধে খরচ করেছে পাকিস্তান। অর্থাৎ দেশটির প্রতিরক্ষা, উন্নয়ন, ভর্তুকি, সরকারি কর্মচারীদের বেতনভাতা, পেনশন সব অর্থই মেটানো হয়েছে বিদেশি ঋণ নিয়ে। সেই তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো বলে উল্লেখ করেছেন পাকিস্তানি অর্থনীতিবিদরা।

জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বহু দেশের নিষেধাজ্ঞার মুখে পড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) দেশটির ন্যাশনাল করোনাভাইরাস কমান্ড কাউন্সিলের (এনসিসিসি) সঙ্গে বৈঠকে বসছেন তিনি। ধারণা করা হচ্ছে, নতুন ধরন ঠেকাতে দেশে আবার কঠোর লকডাউন জারির সিদ্ধান্ত নিতে পারেন সিরিল রামাফোসা।

দেশে দেশে আবারও বিধিনিষেধ, বিপরীত চিত্র চীনে

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন আবিষ্কারের পর দেশে দেশে শুরু হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। ফের লকডাউনের চিন্তা করছে কোনো কোনো দেশ। টিকা দিয়ে যখন করোনা প্রায় নিয়ন্ত্রণে আসছিল ঠিক তখনই নতুন ধরন উদ্বেগ তৈরি করেছে বিশ্বের নানা প্রান্তে। আবার অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ারও শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিপরীত চিত্র দেখা গেলো চীনে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন ঠিক সে সময়ই উহানে শুরু হয়েছে আন্তর্জাতিক সংস্কৃতি ও পর্যটন মেলা।

ফের ভূমিকম্প মিয়ানমারে, কেঁপে উঠলো চট্টগ্রামও

মিয়ানমারে মৃদু মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার বিকেল ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। মৃদু মাত্রার এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমারের চিন রাজ্যের হাখা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিয়াচুন প্রদেশের জিচ্যাং কেন্দ্র থেকে মহাকাশে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। জোহাংঝিং-১ডি নামের স্যাটেলাইটটি বেইজিং সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লং মার্চ-৩বি ক্যারিয়ার রকেটের মাধ্যমে পাঠানো হয়।

শত্রুদের নিশ্চিহ্ন করার প্রতিজ্ঞা করলেন আবি

শত্রুদের নিশ্চিহ্ন করার প্রতিজ্ঞা করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। শুক্রবার যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ প্রতিজ্ঞার কথা জানান। এদিকে দেশটিতে বছরব্যাপী সংঘাত চলায় ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।