সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ ডিসেম্বর ২০২১
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪০ জনই সিইও
বিশ্বে প্রভাব বাড়ছে নারী ব্যবসায়ীদের। এখন বড় বড় বহু প্রতিষ্ঠানের শীর্ষপদে দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন নারীরা। দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নারীর ক্ষমতায়নে আদর্শ উদাহরণ হয়ে উঠছেন তারা। এর নমুনা দেখা গেছে মার্কিন সাময়িকী ফোর্বসের শীর্ষ ১০০ প্রভাবশালী নারীর তালিকায়। তাদের নজরে এ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর মধ্যে ৪০ জনই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও।
প্রতি বছর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে ফোর্বস। গত ৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে তাদের ১৮তম তালিকা। সেখানে ঠাঁই পেয়েছেন ৪০ জন সিইও। ২০১৫ সালের পর এ তালিকায় এত বেশি নারী ব্যবসায়ী আর দেখা যায়নি। এই ৪০ জন মিলে রেকর্ড ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি ডলারের আয়-ব্যয় দেখাশোনা করেন।
বিশ্বের ৭৬ শতাংশ সম্পদ ১০ শতাংশ ধনীর হাতে
করোনা মহামারিতেও বিশ্বে ধনীদের সম্পদের পরিমাণ বেড়েছে। সম্পদের বৈষম্যের ওপর ভিত্তি করে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দ্য ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি রিপোর্ট বা বৈশ্বিক অসমতা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বের ধনকুবেরদের সম্পদের পরিমাণ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
প্যারিসভিত্তিক ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব বলছে, এই সময়ে আরও ১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে ডুবে গেছেন। বিপরীতে, মাত্র ১০ শতাংশ ধনী মানুষের হাতে বিশ্বের মোট আয়ের ৫২ শতাংশ কুক্ষিগত হয়েছে। আর নিম্নআয়ের ৫০ শতাংশ মানুষের হাতে রয়েছে বৈশ্বিক আয়ের মাত্র ৮ শতাংশ।
ক্ষমতার অপব্যবহার: ইতালিতে অ্যামাজনকে ১২৮ কোটি ডলার জরিমানা
বাজার আধিপত্যের অপব্যবহার করার অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে ১১৩ কোটি ইউরো (প্রায় ১২৮ কোটি ডলার) জরিমানা করেছে ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ। ইউরোপে কোনো মার্কিন টেক জায়ান্টের বিরুদ্ধে এটাই সর্বোচ্চ জরিমানার ঘটনা। তবে অ্যামাজন বলেছে, তারা ইতালীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে এবং এর বিরুদ্ধে যথাসময়ে আপিল করা হবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, অ্যামাজন তার নিজস্ব লজিস্টিক পরিষেবা ‘ফুলফিলমেন্ট বাই অ্যামাজন’ (এফবিএ) গ্রহণের পক্ষে অ্যামাজন ডট আইটি’তে সক্রিয় বিক্রেতাদের মাধ্যমে ইতালীয় বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।
চলতি বছর ২৪ সাংবাদিক খুন, কারাবন্দি ২৯৩: সিপিজে
বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ধরপাকড়ের শিকার হয়েছেন বহু সাংবাদিক। সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২১ সালে ২৪ জন সাংবাদিক খুন হয়েছেন এবং কারাগারে গেছেন ২৯৩ জন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিপিজে জানায়, বিশ্বের পেশাগত দায়িত্ব পালনে ২০২১ সালে এতো সংখ্যক সাংবাদিক জেলে যাওয়ার ঘটনা নতুন রেকর্ড। এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক বন্দি হয়েছেন চীনে।
কারাবন্দি চীনা সাংবাদিক পেলেন লিন ঝাও স্বাধীনতা পুরস্কার
উহানের করোনা পরিস্থিতি নিয়ে লেখালেখির অভিযোগে চীনের কারাগারে বন্দি সিটিজেন সাংবাদিক ঝ্যাং ঝান, লিন ঝাও স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। চীনা নাগরিক সমাজের উন্নয়নে ও আইনের শাসনকে এগিয়ে নেওয়ার জন্য কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পেলেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিশ্চিয়ান রাইটস গ্রুপ, চায়নাএইড এ পুরস্কারের ঘোষণা দিয়েছে। পুরস্কার প্রদানের বাছাই কমিটি সর্বসম্মতিক্রমে ঝ্যাং ঝানকে একজন খ্রিস্টান, একজন আইনজীবী এবং একজন নির্ভীক নাগরিক সাংবাদিক হিসেবে সম্মানিত করলো।
মিয়ানমার জান্তার বিরুদ্ধে ১১ জনকে নির্বিচারে হত্যার অভিযোগ
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইংয়ের একটি গ্রামে ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে। মিয়ানমার সেনা সদস্যরা সেখানকার লোকজনকে গুলি করে ও তারপর পুড়িয়ে মারা চেষ্টা চালায়, এমন অভিযোগ করেন স্থানীয়রা। তাদের মধ্যে কেউ কেউ এখনও বেঁচে আছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা রেডিও ফ্রি এশিয়াকে জানায়, নিহতরা ছিল খামারের শ্রমিক। যদিও একটি সংবাদ প্রতিবেদনে নিহতদের নাম দেওয়া হয়েছে। বলা হয়েছে যে বেশিরভাগই জান্তার বিরুদ্ধে লড়াই করা স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) মিলিশিয়ার সদস্য।
মালিতে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় বান্দিয়াগারা প্রদেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।
হতাহতরা সবাই টোগোর নাগরিক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানান, ডুয়েন্তজা থেকে সেভারে যাচ্ছিল শান্তিরক্ষী বাহিনীর একটি বহর। সে সময়ই ওই হামলা চালানো হয়। নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
বাড়ি থেকে কাজ করলে কর্মীদের বেতন বাড়ানোর পরিকল্পনা ভারতের
করোনাভাইরাস মহামারির মধ্যে বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে এই ব্যবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের বেশি সময় কাজ করাচ্ছে বা পর্যাপ্ত আর্থিক সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ কারণে বাড়ি থেকে কাজ করা বেসরকারি কর্মীদের আইনি সুরক্ষা দিতে চিন্তাভাবনা করছে ভারত সরকার। নতুন নিয়মে এ ধরনের কর্মীদের আর্থিক সুবিধা বাড়ানো হতে পারে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের খবর অনুসারে, শিগগির যেন বাড়ি থেকে কাজের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম চালু করা যায় তার জন্য উদ্যোগী হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনাও শুরু হয়েছে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড
ধূমপানমুক্ত দেশ গড়তে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড। বলা হচ্ছে, এটি বাস্তবায়িত হলে আগামী কয়েক দশকের মধ্যে দেশটিতে আর কোনো ধূমপায়ী থাকবে না। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ধূমপানবিরোধী এই পরিকল্পনা ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার। আগামী বছরই তা আইনে পরিণত হতে পারে। সেটি হলে এখনকার শিশুরা ভবিষ্যতে আর ধূমপানের সুযোগ পাবে না।
নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল এক টুইটে বলেছেন, ধূমপানমুক্ত ভবিষ্যৎ গড়তে এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে নিউজিল্যান্ড। ধূমপানমুক্ত ২০২৫ কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করাসহ বেশ কিছু সাহসী কিছু পদক্ষেপ বাস্তবায়ন করবো।
জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে কাগোসিমা অঞ্চলের তোকারা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।
তবে ওই ভূমিকম্প থেকে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা। জাপানের ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৪ কিলোমিটার।
কেএএ/জেআইএম