ওমিক্রন: যুক্তরাজ্যের ওপর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ফ্রান্স
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে দেশটিতে দৈনিক করোনা সংক্রমণের হারও আগের মতোই বেড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে প্রতিবেশী দেশ ফ্রান্স। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মহামারি শুরুর পর অর্থাৎ আগের মতোই সম্প্রতি যুক্তরাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার দেশটিতে ৭৮ হাজারের বেশি করোনা শনাক্ত হয়।
ফের করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় আগামী বছরের শুরু থেকে সামাজিক দূরত্বের নিয়ম পুনরায় কার্যকর করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। এরপর ফ্রান্সের পক্ষ থেকে এমন পদক্ষেপের ঘোষণা এল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ৭৭টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনার নতুন এই ধরনে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওমিক্রনে এমন কিছু মিউটেশন বা রূপান্তর ঘটেছে, যার ফলে এর বিরুদ্ধে প্রচলিত টিকাগুলো কার্যকর না-ও হতে পারে। তবে বিধিনিষেধের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি।
এমএসএম/এএসএম