ফের বিদেশিদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাইল্যান্ডে
বিদেশি ভ্রমণকারীদের ওপর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পুনর্বহাল করলো থাইল্যান্ড। মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে দেশটিতে এ নিয়ম কার্যকর হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পরই এমন সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। এদিকে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিউজিল্যান্ডও সীমন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস বলেন, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এরই মধ্যে যারা টিকা নিয়েছেন তারাও করোনার নতুন এই ধরনে সংক্রমিত হচ্ছেন। এমনকি যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তারাও।
তাছাড়া ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম কোনো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস অঙ্গরাজ্যের ওই ব্যক্তি করোনার টিকা নেননি বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর। তিনি করোনার টিকা গ্রহণ করেননি ও দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।
শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছিল, করোনার নতুন এই ধরনে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওমিক্রনে এমন কিছু মিউটেশন বা রূপান্তর ঘটেছে, যার ফলে এর বিরুদ্ধে প্রচলিত টিকাগুলো কার্যকর না-ও হতে পারে। তবে বিধিনিষেধের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি।
এমএসএম/এমএস