সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ ডিসেম্বর ২০২১
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বিশ্বে একদিনে ৩৬৫৬ মৃত্যু, শনাক্ত সাড়ে ৬ লাখ
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৬৫৬ জন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ছয় লাখ ৫৩ হাজার ৪১৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৪৭ হাজার ৯৯৬ জন।
২০২২ সালে করোনা থেকে মুক্তি মিলবে?
মহামারির মৃত্যু নেই, তবে ভয়াবহ সব মহামারিও এক সময় নিষ্ক্রিয় হয়ে যায়। আর ২০২২ সালে করোনা মহামারির ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটবে বলেই ধারণা করা হচ্ছে। আর তখন করোনার এতো দাপট হয়তো একদমই থাকবে না এবং এটা সত্যি যে, স্থানীয় বা মৌসুমীভিত্তিক ফ্লুর মতোই দেখা যাবে। বিশেষ করে যেসব দেশে ভ্যাকসিনের হার কম সেখানে হয়তো এর প্রকোপ কিছুটা কমবে।
তবে করোনার নতুন ধরনের দিকেও বিশেষজ্ঞদের নজর রাখতে হবে। বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের বিশ্বাস ভ্যাকসিনের মাধ্যমে আমরা হয়তো করোনা সংক্রমণ এবং মৃত্যু কমিয়ে আনতে সক্ষম হবো। বিভিন্ন দেশে ভ্যাকসিনের হার বাড়তে থাকলে সংক্রমণের ঝুঁকি কমে আসবে বলে আশাবাদী তারা।
ফিলিপাইনে সুপার টাইফুনে মৃত্যু বেড়ে ৩৮৯
ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক হাজার একশ জন। এখনো নিখোঁজ রয়েছে ৬৪ জনের বেশি। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। টাইফুনটিতে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।
ইউক্রেন ইস্যুতে ফের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-রাশিয়া
ইউক্রেন ও নিরাপত্তা ইস্যুতে আগামী মাসে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-রাশিয়া। আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ জানুয়ারির ১০ তারিখ আলোচনার টেবিলে বসবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। সোমবার (২৭ ডিসেম্বর) দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে এক বন্দুকধারী এ হামালা চালায়। তবে মার্কিন পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।
৬ বছরে সিঙ্গাপুরে বাড়িভাড়া সর্বোচ্চ, প্রবাসীদের দুর্ভোগ চরমে
সিঙ্গাপুরে বাড়িভাড়া গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, চাহিদা বেশি থাকায় এই ভাড়া আরও বাড়তে পারে। এতে চরম দুর্ভোগে পড়েছে দেশটিতে থাকা বিভিন্ন দেশের প্রবাসীরা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের জীবনযাত্রার র্যাংকিং অনুযায়ী, সিঙ্গাপুর বিশ্বের দ্বিতীয়-সর্বোচ্চ ব্যয়বহুল শহর।
আফ্রিকার ৮ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার মালয়েশিয়ার
করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে আফ্রিকার আটটি দেশের ওপর দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া। বিশ্বজুড়ে দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এর মাঝে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলো।
মেয়েকেও করোনার টিকা দিতে চান না ব্রাজিলের প্রেসিডেন্ট
বিশ্বের প্রায় সব দেশেরই রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ ব্যক্তিরা নিজে করোনাভাইরাসের টিকা নিয়ে সাধারণ মানুষকেও টিকা নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। কিন্তু এর ব্যতিক্রম ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তিনি নিজে করোনারোধী টিকা নেননি। শুধু তাই নয় সম্প্রতি বোলসোনারো জানিয়েছেন, নিজের ১১ বছর বয়সী মেয়েকেও তিনি করোনার টিকা দেবেন না। সোমবার এ কথা জানান তিনি।
মাদার তেরেসার দাতব্য সংস্থায় বিদেশি অর্থায়ন বন্ধ করেছে ভারত
মাদার তেরেসার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থায় বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স স্থগিত করে দিয়েছে ভারত সরকার। মিশনারিজ অব চ্যারিটি নামের ওই সংস্থাটি পরিত্যক্ত শিশুদের জন্য হোম ছাড়াও অনেক স্কুল ও হাসপাতাল পরিচালনা করছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন বা ক্রিসমাস অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় ওই সংস্থাটির রেজিস্ট্রেশনের বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানায়।
ফ্রান্সে কঠোর বিধিনিষেধ ঘোষণা
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণের কারণে বিভিন্ন দেশেই নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এরই মধ্যেই বিভিন্ন দেশ নতুন করে কঠোর বিধিনিষেধ বা লকডাউনে ফিরতে শুরু করেছে। এবার ফ্রান্সেও কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হবে। যাদের পক্ষে সম্ভব তাদের বাড়িতে বসেই কাজ করতে হবে। এছাড়া অভ্যন্তরীণ যে কোনো অনুষ্ঠানে দুই হাজার মানুষ একত্রিত হতে পারবেন। এর বেশি মানুষ কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে।
এমএসএম/এমএস