‘মাই নেম ইজ কোভিড অ্যান্ড আই অ্যাম নট এ ভাইরাস!’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
ছবি: সংগৃহীত

সময় বা জায়গাবিশেষ অনেকের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় নিজের নাম। করোনাভাইরাস মহামারির মধ্যে ঠিক তেমনটি হয়েছে ভারতের এক লোকের সঙ্গে। ভাইরাসজনিত রোগ কোভিড-১৯’র সঙ্গে মিল থাকায় তার নাম নিয়ে চলছে রসিকতা, কটাক্ষেরও শিকার হয়েছেন বহুবার। তবে প্রাণচঞ্চল ওই ব্যক্তি বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ৩১ বছর বয়সী ওই ব্যক্তির নাম কোভিড কাপুর। থাকেন বেঙ্গালুরুতে। একটি পর্যটন সংস্থার সহ-প্রতিষ্ঠাতাও তিনি।

করোনাকালে নিজের নাম নিয়ে কতটা বিড়ম্বনায় পড়তে হয়েছে, তা নিজেই জানিয়েছেন কোভিড। যদিও ইংরেজিতে তার নামটা শুরু ‘কে’ দিয়ে, রোগের নামের মতো ‘সি’ দিয়ে নয়, তবুও হাসিঠাট্টা থেকে রেহাই মেলেনি। অবশ্য এই নামের কারণেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি।

কোভিড নামের কারণে অনলাইনে অনেকবার আক্রমণের শিকার হয়েছেন ভারতীয় এ যুবক। অনেকেই তাকে ‘ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন। তাই তাদের উদ্দেশে শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’ সিনেমার সংলাপের ঢঙে তিনি টুইটারে লিখেছেন, ‘মাই নেম ইজ কোভিড অ্যান্ড আই অ্যাম নট এ ভাইরাস’, অর্থাৎ ‘আমার নাম কোভিড এবং আমি ভাইরাস নই।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।