যুক্তরাষ্ট্রে শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রে শিশুদের হাসপাতালে ভর্তির হার বেড়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা মহামারি শুরুর পর এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর আল জাজিরার।
দেশটির সরকারি হিসেব অনুযায়ী, এখনও এ বয়সের শিশুরা টিকা নেওয়ার জন্য উপযুক্ত নয়। যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ে গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। সবচেয়ে কমবয়সী এসব শিশুদের এক লাখের মধ্যে চারজনের বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
দেশটির ১৪টি অঙ্গরাজ্যের ২৫০টির বেশি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, যেসব শিশুদের বয়স পাঁচ থেকে ১৭ বছর তাদের এক লাখের মধ্যে মাত্র একজনকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে । কিন্তু যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের হাসপাতালে ভর্তির হার বেশি।
সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়ালেনস্কি বলেন, সামগ্রিকভাবে মহামারি শুরুর পর শিশুদের হাসপাতালে ভর্তির হার এখন সর্বোচ্চ। যেসব শিশুদের বয়স ১২ থেকে ১৮ বছর তাদের মধ্যে ৫০ শতাংশ ও যাদের বয়স পাঁচ থেকে ১১ বছর তাদের মধ্যে ১৬ শতাংশ করোনার দুই ডোজ টিকা নিয়েছে বলেও জানান তিনি।
সিডিসি জানায়, শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার এখনো অন্য যেকোনো বয়সের তুলনায় কম। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে তাদের হার পাঁচ শতাংশেরও কম। জর্জিয়া, কানেকটিকাট, টেনেসি, ক্যালিফোর্নিয়া ও ওরেগন রাজ্যে খুব অল্পবয়সী শিশুদের হাসপাতালে ভর্তির হার সবচেয়ে বেশি।
গত মঙ্গলবারের হিসেব অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সীদের মধ্যে দৈনিক হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৭৬৬ । যা দুই সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণ।
এমএসএম/এমএস