ভারতের সংসদে করোনার থাবা, ৪০০’র বেশি কর্মী পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
ছবি: সংগৃহীত

বাজেট অধিবেশনের আগেই ভারতের সংসদের দুই কক্ষের চার শতাধিকেরও বেশি কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির অধিবেশন আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, বাজেট অধিবেশনের আগে সংসদের ভেতরে কাজ করেন এমন এক হাজার ৪০৯ জন কর্মীর করোরা পরীক্ষা করানো হয়েছিল। তাদের মধ্যে মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংসদ ভবনের বাইরে যারা কাজ করেন, তাদের করোনা পরীক্ষার রিপোর্ট এখনো প্রকাশ্যে আসেনি।

করোনার ধরন সম্পর্কে জানতে সংক্রমিতদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। ৪০২ জনের মধ্যে লোকসভার ২০০, রাজ্যসভার ৬৯ ও বাকি ১৩৩ জন সংসদের সাধারণ কর্মী। করোনা পজিটিভ কর্মীদের সবরকম সচেতনতা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই শুরু হওয়ার কথা দেশটির সংসদের বাজেট অধিবেশন। তার আগে সংসদের এতো কর্মী একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। করোনা সংক্রমণ ভারতে থাবা বসানোর পর থেকেই সংসদের সবক’টি অধিবেশনই কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অধিবেশন চলাকালীন বহু সাংসদও আক্রান্ত হন। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে অধিবেশন চালু হলে সংক্রমণ বাড়ার ঝুঁকি থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।

এদিকে, ভারতের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রমবর্ধমান করোনা সংক্রমণে কীভাবে লাগাম টানা যায়, সেটাই আলচনা করবেন তিনি। এই বৈঠকে আগামী দিনের করোনা বিধি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হতে পারে।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।