সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ জানুয়ারি ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

করোনায় বিশ্বজুড়ে আরও ৯৬৬৯ মৃত্যু

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষ করে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে মৃত্যু ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৬৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮ লাখ ৫০ হাজার ৫৩ জনের।

আর্থিক সুবিধা পেতে ব্যাংকে ভুল তথ্য দেয় ট্রাম্পের কোম্পানি

ঋণ ও শুল্ক সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি ব্যাংকের কাছে সম্পদের প্রতারণামূলক ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। তদন্ত শেষে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দেশটির একটি আদালতের কাছে এ তথ্য জানায়। বলা হয়, তদন্তকারীরা ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছেন।

যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় ৩০ বছরে সর্বোচ্চ

যুক্তরাজ্যে ভোগ্যপণ্য ও জ্বালানির দাম ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হু হু করে বাড়ছে খাদ্য ও জ্বালানির দাম। অর্থাৎ মূল্যস্ফীতির তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির জনজীবনে।

জানা গেছে, যুক্তরাজ্যে গত বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে পাঁচ দশমিক চার শতাংশে দাঁড়ায়। জাতীয় পরিসংখ্যান দপ্তর জানায়, ১৯৯২ সালের পর যা সর্বোচ্চ। সে সময় মূল্যস্ফীতির পরিমাণ ছিল সাত দশমিক এক শতাংশ। বর্তমানে সবচেয়ে বেশি দাম বেড়েছে পরিবহণ, খাদ্য, বেভারেজ, আসবাবপত্র, হাউজিং ও গৃহস্থলীর পণ্যে।

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসছিল ভুয়া লাইসেন্সধারী ৮২ ট্রাকচালক

বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কাজে চলাচলকারী ৮২ ট্রাকচালকের কাছে ভুয়া ড্রাইভিং লাইসেন্স পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত রোববার (১৬ জানুয়ারি) ও সোমবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের পেট্রাপোল চেকপোস্টে বিএসএফের বিশেষ অভিযানে বিষয়টি ধরা পড়ে।

ফিলিস্তিনির বাড়ি গুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় একটি ফিলিস্তিনি পরিবারের বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রথমে বাড়িটি ভাঙার হুমকি পায় পরিবারটি। তবে শত চেষ্টা করেও শেষ পর্যন্ত দখলদারদের হাত থেকে বাড়িটি রক্ষা করতে পারেনি তারা।

আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত

ভারতে নতুন করে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। আতঙ্কের নতুন নাম ওমিক্রন। শুধু ভারত নয়, ওমিক্রনের প্রভাবে বিশ্বের অনেক দেশেই এখন সংক্রমণের লাগাম চানা যাচ্ছে না। মহামারি কবে শেষ হবে সে সম্পর্কে এখনই কিছু বলতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

গেম কোম্পানি কিনছে মাইক্রোসফট, সনির রেকর্ড দরপতন

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ভিডিও গেম কোম্পানি অ্যাকশন ব্লিজার্ড কেনার ঘোষণা দিয়েছে । এরপরই জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনির শেয়ারের দাম টোকিও ট্রেডে হু হু করে কমতে শুরু করেছে। বুধবার (১৯ ডিসেম্বর) সনির শেয়ারের দাম কমেছে ১৩ শতাংশ। ফলে ২০০৮ সালের অক্টোবরের পর এই প্রথম শেয়ারের এতো পতন দেখলো কোম্পানিটি।

বিধ্বংসী পররাষ্ট্রনীতির লাগাম টানছে সৌদি

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্য কোনো খবরই যেন ভালো খবর নয়। ২০১৫ সালের পর থেকেই এমন ঘটনা দেখা যাচ্ছে। সে সময়কার স্বল্প পরিচিত সালমান সৌদি যুবরাজ থেকে দেশটির ডি-ফ্যাক্টো শাসক হওয়ার চেষ্টা শুরু করেন। তখন থেকেই একের পর এক অঘটন এবং অপকর্মের জন্য দায়ী হয়েছেন তিনি।

ইয়েমেনে ভয়াবহ যুদ্ধ, কাতারের ওপর অবরোধ, লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরিকে অপহরণ, সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যা, সন্দেহজনক অভিযোগে মানবাধিকার কর্মীদের গ্রেফতার, নগদ অর্থের জন্য রিয়াদের বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলে বেশ কয়েকজন যুবরাজ এবং ব্যবসায়ীকে নজরবন্দী করাসহ বহু অন্যায়, অঘটনের মূল হোতা তিনি।

৪ বছর পর মুক্তি পেলেন হংকংয়ের গণতন্ত্রপন্থি অধিকারকর্মী

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থি অধিকারকর্মী এডওয়ার্ড লেউং চার বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। লেউং নিজেকে হংকংয়ের বলে দাবি করেন। হংকংয়ের গণতন্ত্রের দাবিতে চলা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ২০১৬ সালের গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের সময় একজন পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং সহিংসতা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আটকের পর ২০১৮ সালে তাকে ছয় বছরের সাজা দেওয়া হয়।

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন কাতারের আমির

বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিনি ২০২২ সালের পাঁচ নম্বর আমিরি সিদ্ধান্ত জারি করে আলি মাহদি সাঈদ আল-কাহতানিকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ‘অসামান্য ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত’ পদে নিযুক্ত করেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র বরাতে স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা এ তথ্য নিশ্চিত করেছে।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।