সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ভারতে একদিনেই ৩ লাখের বেশি সংক্রমণ
ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই নতুন করে সংক্রমণের রেকর্ড হচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশটির বিভিন্ন রাজ্য। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ গত কয়েক দিনের রেকর্ড ভেঙেছে। নতুন করে একদিনেই আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার মানুষ। একদিন আগে এর সংখ্যা ছিল ২ লাখ ৮২ হাজার ৯৭০। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
দেশটিতে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৭৭৩। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়।
প্রত্যাশার চেয়ে বেশি পণ্য রপ্তানি করেছে জাপান
গত বছরের ডিসেম্বরে জাপানের রপ্তানি প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। গত ১০ মাস ধরে দেশটির রপ্তানি ক্রমেই বাড়ছে। করোনা মহামারিতে দেশটির বাণিজ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে, বিশেষ করে ২০২০ সালে। কিন্তু ২০২১ সালের শেষের দিকে এসে সরবরাহের বাধাগুলো দূর হতে শুরু করে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্রমাগত কাঁচামালের ঘাটতি অবশ্য জাপানি কোম্পানিগুলোর জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। টয়োটার মতো গাড়িনির্মাতা কোম্পানিগুলো বেকায়দায় পড়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে উৎপাদন। তারওপর করোনার নতুন ধরন ওমিক্রনের অনিশ্চয়তা তো রয়েছেই।
তালেবানের শাসনে কাজ হারিয়েছেন ৫ লাখের বেশি আফগান
গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাঁচ লাখের বেশি মানুষ কাজ হারিয়েছে বা চাকরি ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আফগানিস্তানের অর্থনীতি ‘পঙ্গু’ হয়ে যাচ্ছে বলে সতর্ক করে এক বিবৃতিতে আইএলও বলেছে, দেশটিতে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশটিতে চাকরি হারানোর সংখ্যা ৭ লাখের বেশি হতে পারে। আফগানিস্তানের চলমান সংকট এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে বিধিনিষেধের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শান্তিরক্ষা মিশনে র্যাবকে নিষিদ্ধের দাবিতে ১২ সংস্থার চিঠি
শান্তিরক্ষা মিশন থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। গত বছরের ৮ নভেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সের কাছে এ চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের উচিত তাদের শান্তিরক্ষা মিশন থেকে র্যাবকে নিষিদ্ধ করা। র্যাবের কিছু সদস্যের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে উল্লেখ করে বাহিনীটিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সংস্থাগুলো।
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার আসামি গ্রেফতার
প্রায় দুই ডজন বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে লিবিয়া। দীর্ঘদিনের তদন্তে বর্বরোচিত ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে লিবীয় অপরাধ তদন্ত বিভাগ। বুধবার (১৯ জানুয়ারি) লিবীয় সংবাদমাধ্যম লিবিয়া অবজার্ভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে লিবিয়ার অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, তাদের নিরাপত্তা দল ত্রিপোলির দক্ষিণাঞ্চল থেকে গুরুতর সব অপরাধ করা অন্যতম বিপজ্জনক পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। এতে সহযোগিতা করেছে আজিজিয়া অপরাধ তদন্ত ইউনিট। অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্রের জোরে সরকারি প্রতিষ্ঠান ও একটি বেসরকারি ব্যাংক বন্ধ করে দেওয়া, কর্মীদের ভয় দেখানো ও ক্ষতি করাসহ অন্তত নয়টি অভিযোগ রয়েছে।
পাকিস্তানে ব্যস্ত বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ৩
পাকিস্তানে ব্যস্ত বাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত তিনজন মারা গেছেন, আহত হয়েছেন দুই ডজনেরও বেশি। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। অনেকে গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) লাহোরের বিখ্যাত আনারকালি বাজার এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
আহতদের স্থানীয় মেয়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির মেডিক্যাল সুপারিনটেনডেন্ট নিশ্চিত করেছেন, বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত ২৩ জনের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর।
একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী
আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়েছে সৌদি আরব। দেশটিতে গত ১২ জানুয়ারি এক নারী একসঙ্গে ৫ জোড়া অর্থাৎ ১০টি সন্তানের জন্ম দিয়েছেন। রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়েছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট।
প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারী ৫ জোড়া সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তান প্রসব করেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে নাগরিকদের সঙ্গে এই আনন্দের খবর শেয়ার করেছে।
বিধ্বস্ত টোঙ্গায় সাহায্য পাঠাচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
সাগরের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে বিধ্বস্ত হয়েছে টোঙ্গা। দেশটির অধিকাংশ বাড়িঘর-গাছপালা ঢাকা পড়েছে ছাই আর কালো ধোঁয়ায়। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর। এখনো বিচ্ছিন্ন রয়েছে দেশটির কয়েকটি দ্বীপ। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন তিনজন।
এমন পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়াতে হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরই মধ্যে প্রয়োজনীয় সাহায্য নিয়ে টোঙ্গার উদ্দেশ্য রওয়ানা দিয়েছে দেশ দুইটির প্লেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুতিন ইউক্রেনে হামলা চালাবেন, আশঙ্কা বাইডেনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাবেন বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৯ জানুয়ারি) বাইডেন এ আশঙ্কার কথা প্রকাশ করেন। তবে এ ধরনের কিছু ঘটলে রাশিয়াকে চড়া মূল্য দিতে তবে বলেও সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেনে এক মাসরে মধ্যে হামলা চালাতে পারে রাশিয়া। এরপরই বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য এলো।
কঙ্গোর কারাগারে ৫৬ নারী ধর্ষণ, ১০ জনের কারাদণ্ড
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কারাগারে ৫৬ নারীকে ধর্ষণ করে বন্দিরা। এ ঘটনায় দেশটির একটি আদালত ১০ জনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে দেশটির লুবুম্বাশির কাসাপা কারাগারে বিদ্রোহ করেন বন্দিরা। সে সময় বিদ্রোহীরা নারী বন্দিদের সেল ভেঙে ৫৬ জনকে ধর্ষণ করেন। তিনদিন ধরে চলে বিদ্রোহ। ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, ধর্ষণের শিকার তিনজনের মধ্যে এইচআইভি শনাক্ত হয়েছে। তাছাড়া ১৬ জন অন্তঃসত্ত্বা হয়েছেন।
কেএএ/এএসএম