সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ ফেব্রুয়ারি ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
মহাকাশ প্রযুক্তির কেন্দ্রবিন্দু হওয়ার পরিকল্পনা চীনের
২০২৫ সালের মধ্যে মহাকাশ প্রযুক্তি বিকাশের জন্য একটি উদ্ভাবন কেন্দ্রে পরিণত হতে চায় চীনের সমৃদ্ধশালী শহর সাংহাই। সেখানের স্থানীয় সরকার এ ঘোষণা দিয়েছে। জানা গেছে, সাংহাই এরই মধ্যে চীনের শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। আগামীতে শহরটি কম খরচে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ ও রকেটের জন্য লাইনের ব্যবস্থা করতে চায়। এমন রকেট যেগুলো উৎক্ষেপণসহ ভার্টিক্যালি অবতরণ করতে সক্ষম হবে। সাংহাই সরকারের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় মৃত্যু ছাড়ালো ৫৯ লাখ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৭ হাজার ৮৮০ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮১৫ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। ফলে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৪২ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৯৭৯ জনে।
রানি দ্বিতীয় এলিজাবেথের করোনা পজিটিভ
করোনা পজিটিভ হয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে তার বয়স ৯৫ বছর। জানা গেছে, তার বড় ছেলে প্রিন্স অব ওয়েলস গত সপ্তাহে করোনা পজিটিভ হন। এরপর রানি তার সংস্পর্শে গিয়েছিলেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি ফের শুরু জাতিসংঘের আদালতে
মিয়ানমারে সংগঠিত রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি ফের জাতিসংঘের সর্বোচ্চ আদালতে শুরু হতে যাচ্ছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) আইসিজেতে এ মামলার গণশুনানি শুরু হবে। জানা গেছে, নেদারল্যান্ডসের দ্য হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার ওপর চারদিন শুনানি চলবে।
ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাপ আসছে সোমবার
নির্বাচনে হেরে যাওয়ার পর এবং পরবর্তীতে ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার, ফেসবুক, এমনকি ইউটিউব কর্তৃপক্ষ তার ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই দুঃখ ঘুঁচতে যাচ্ছে এবার।
যুক্তরাষ্ট্রে সমুদ্র সৈকতের কাছে আছড়ে পড়লো হেলিকপ্টার
যুক্তরাষ্ট্রের মিয়ামি সমুদ্র সৈকতের কাছে একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে। ঘটনাস্থলের খুব কাছেই ছিল অনেক মানুষ। বিশেষ করে সাঁতারুরা। কারণ জায়গাটি যুক্তরাষ্ট্রের অন্যতম পর্যটন কেন্দ্র। স্থানীয় পুলিশ এক টুইট বার্তায় জানায়, হেলিকপ্টারটিতে থাকা তিনজন যাত্রীর মধ্যে দুইজনকে জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও তারা সুস্থ আছেন।
পুতিনের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। দুদেশের মধ্যকার উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, পুতিন আসলেই কী করতে চান তা জানতে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের জন্যই তার সঙ্গে সাক্ষাত করবেন তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা
জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল প্রযুক্তিকে লক্ষ্য করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এবার বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকারের অর্থনৈতিক উন্নয়ন ইনস্টিটিউশন (সিডিসি)। আফ্রিকায় বড় ধরনের বিনিয়োগ প্রসারিত করার পর দেশটির এবার বিনিয়োগের গন্তব্য হয়ে উঠছে দক্ষিণ-পূর্ব এশিয়া।
ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া: বরিস জনসন
১৯৪৫ সালের পর ইউরোপে ‘সবচেয়ে বড় যুদ্ধের’ পরিকল্পনা করছে রাশিয়া। তারা যে এমন পরিকল্পনা করছে সেই প্রমাণ পাওয়া গেছে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসিকে দেওয়া এক স্বাক্ষাতকারে বরিস জনসন বলেন, সব ইঙ্গিত থেকে এটাই মনে হচ্ছে যে, তাদের পরিকল্পনা ইতোমধ্যে হয়তো কিছুক্ষেত্রে শুরু হয়ে গেছে।
যেকোনো কিছুর জন্যই প্রস্তুত ইউক্রেনের সেনারা
যেকোনো কিছুর জন্যই প্রস্তুত রয়েছে ইউক্রেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। রাশিয়া যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই ইউক্রেনের সেনারা প্রস্তুতি নিতে শুরু করেছে। শনিবার তাদেরকে কামানের গোলা ছুড়েও মহড়া করতে দেখা গেছে বলে সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এমএসএম/জিকেএস