দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ভারতের চাকরিবাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৪ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলে বেশ জোরেশোরেই ঘুরে দাঁড়াচ্ছে ভারতের চাকরিবাজার। গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে দেশটির বিভিন্ন শিল্পে নিয়োজিত কর্মীর সংখ্যা অন্তত ১৮ দশমিক ৪ শতাংশ বাড়তে দেখা গেছে। সোমবার (৪ এপ্রিল) অলসেক টেকনোলজিস নামে একটি ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

করোনার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভ্রমণ ও সেবা খাতে গত এক বছরে রেকর্ড সংখ্যক মানুষ যোগ দিয়েছেন। অলসেকের তথ্য বলছে, ভারতে ২০২১ সালের মার্চের তুলনায় চলতি বছরের একই সময়ে এ খাতে নিয়োজিত কর্মীর সংখ্যা ৪৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। যদিও ২০২০ সালের মার্চের তুলনায় ২০২১ সালের মার্চে তাদের সংখ্যা কমেছিল প্রায় ৪৮ দশমিক ৭ শতাংশ।

বাৎসরিক হিসাবে মার্চ মাসে ভারতের জ্বালানি খাতে কাজ করা মানুষের সংখ্যা ৪১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তথ্য-প্রযুক্তি (আইটি) ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট সেবা খাতও বেশ ভালোভাবেই এগিয়েছে। গত এক বছরে এ খাতে কর্মী বেড়েছে অন্তত ২৭ দশমিক ৩ শতাংশ।

এছাড়া আর্থিক খাতে ১৬ দশমিক ৬ শতাংশ এবং ফুড অ্যান্ড বেভারেজে ১২ দশমিক ৯ শতাংশ কর্মী বাড়ায় আশা জাগাচ্ছে এ দুটি খাতও।

তবে করোনাপূর্ব সময়ের তুলনায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ভারতের লজিস্টিকস খাতে। ২০২০ সালের মার্চের তুলনায় ২০২২ সালের মার্চে এ খাতে কর্মী বেড়েছে ১৭৮ দশমিক ৩ শতাংশ।

অলসেক টেকনোলজিসের প্রধান নির্বাহী আশিস জোহরি বলেন, এ মাসে বিভিন্ন শিল্পে আশাব্যঞ্জক পুনরুদ্ধার প্যাটার্ন দেখেছি... আমরা আগামী মাসগুলোতেও ইতিবাচক প্রবণতা বজায় থাকার বিষয়ে আত্মবিশ্বাসী।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।