দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ভারতের চাকরিবাজার
করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলে বেশ জোরেশোরেই ঘুরে দাঁড়াচ্ছে ভারতের চাকরিবাজার। গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে দেশটির বিভিন্ন শিল্পে নিয়োজিত কর্মীর সংখ্যা অন্তত ১৮ দশমিক ৪ শতাংশ বাড়তে দেখা গেছে। সোমবার (৪ এপ্রিল) অলসেক টেকনোলজিস নামে একটি ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।
করোনার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভ্রমণ ও সেবা খাতে গত এক বছরে রেকর্ড সংখ্যক মানুষ যোগ দিয়েছেন। অলসেকের তথ্য বলছে, ভারতে ২০২১ সালের মার্চের তুলনায় চলতি বছরের একই সময়ে এ খাতে নিয়োজিত কর্মীর সংখ্যা ৪৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। যদিও ২০২০ সালের মার্চের তুলনায় ২০২১ সালের মার্চে তাদের সংখ্যা কমেছিল প্রায় ৪৮ দশমিক ৭ শতাংশ।
বাৎসরিক হিসাবে মার্চ মাসে ভারতের জ্বালানি খাতে কাজ করা মানুষের সংখ্যা ৪১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তথ্য-প্রযুক্তি (আইটি) ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট সেবা খাতও বেশ ভালোভাবেই এগিয়েছে। গত এক বছরে এ খাতে কর্মী বেড়েছে অন্তত ২৭ দশমিক ৩ শতাংশ।
এছাড়া আর্থিক খাতে ১৬ দশমিক ৬ শতাংশ এবং ফুড অ্যান্ড বেভারেজে ১২ দশমিক ৯ শতাংশ কর্মী বাড়ায় আশা জাগাচ্ছে এ দুটি খাতও।
তবে করোনাপূর্ব সময়ের তুলনায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ভারতের লজিস্টিকস খাতে। ২০২০ সালের মার্চের তুলনায় ২০২২ সালের মার্চে এ খাতে কর্মী বেড়েছে ১৭৮ দশমিক ৩ শতাংশ।
অলসেক টেকনোলজিসের প্রধান নির্বাহী আশিস জোহরি বলেন, এ মাসে বিভিন্ন শিল্পে আশাব্যঞ্জক পুনরুদ্ধার প্যাটার্ন দেখেছি... আমরা আগামী মাসগুলোতেও ইতিবাচক প্রবণতা বজায় থাকার বিষয়ে আত্মবিশ্বাসী।
কেএএ/এএসএম