সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৬ জুলাই ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস
কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার মাস্কওয়াসিসে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষমা চান তিনি। শিশু হত্যার জন্য ক্ষমা চাইতেই কানাডা সফরে গেছেন বলে জানান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান এই ধর্মগুরু। ১৮৩১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লাখ লাখ আদিবাসী শিশুকে কথিত পশ্চিমা সভ্যতা শেখানোর নাম করে পরিবার থেকে বিচ্ছিন্ন করে আবাসিক স্কুলে পাঠানো হয়। তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অর্থায়নে এসব স্কুল ক্যাথলিক চার্চ দ্বারা পরিচালিত হতো।

প্রায় দুইশ বছর আগের এসব স্কুলে আদিবাসী শিশুদের জোর করে তাদের পরিবার থেকে আলাদা করা হতো। এরপর তাদের ওপর চালানো হতো শারীরিক ও যৌন নিপীড়ন। সেখানে অনেক শিশু অপুষ্টিতে ভুগে মৃত্যুবরণ করেছে। কানাডার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের ২০১৫ সালে প্রতিবেদনে এ ঘটনাকে সাংস্কৃতিক গণহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে।

বিয়েতে খুশি নন, স্বামীসহ মেয়েকে হত্যা করলেন বাবা
বাবার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেয়ে এবং তার স্বামী। মাত্র কয়েকদিন আগেই তাদের বিয়ে হয়েছে। কিন্তু এই বিয়েতে ওই তরুণীর বাবা খুশি ছিলেন না। তার মতের বিরুদ্ধে বিয়ে করায় নিজের মেয়ে এবং জামাইকে হত্যা করেছেন তিনি। এই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের অমতে বিয়ে করায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। থোথুকুদি জেলার বন্দর নগরী তুতিকোরিনে এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।ওই তরুণী পালিয়ে বিয়ে করার পর তার পরিবার তাকে নিখোঁজ দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করে। পরবর্তীতে মাদুরাই থানায় ওই দম্পতি হাজির হয়ে জানান যে, তারা প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন।

থানায় উপস্থিত থাকা অবস্থায় ওই তরুণী তার বাবা-মাকে ভিডিও কল দিয়ে কথা বলেন। কিন্তু তার বাবা-মায়ের এ নিয়ে ক্ষোভ ছিল। গ্রামের বয়স্করাও তার পরিবারকে অনেক বুঝিয়েছে যেন তারা ওই দম্পতির কোনো সমস্যা না করে।

দেশে ফিরবেন গোতাবায়া রাজাপাকসে
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন। দেশটির বর্তমান মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুনেওয়ারদেনা মঙ্গলবার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বলে লঙ্কান গণমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়।

গত ১৪ জুলাই সিঙ্গাপুরে প্রবেশ করেন গোতাবায়া রাজাপাকসে। এর আগে দেশ থেকে পালিয়ে তিনি মালদ্বীপে আশ্রয় নেন। সেখান থেকে পরে সিঙ্গাপুরে যান। দেশটিতে তাকে স্বল্প মেয়াদে ১৪ দিন অবস্থানের অনুমতি দেওয়া হয়। সম্প্রতি গোতাবায়া রাজাপাকসের নামে সিঙ্গাপুরে মামলা করেছে একটি আন্তর্জাতিক অধিকার সংগঠন। শ্রীলঙ্কায় কয়েক দশকের গৃহযুদ্ধে ‘বিতর্কিত’ ভূমিকার জন্য তাকে গ্রেফতারের আর্জি জানিয়েছে বাদী পক্ষ।

ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমাবে রাশিয়া
রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম বলছে, প্রধান পাইপলাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেওয়া হবে। গ্যাজপ্রম বলছে নর্ড স্ট্রিম ১ নামে পরিচিত রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইনে এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে উৎপাদন ২০ শতাংশ হ্রাস পাবে। যার ফলে বর্তমানের চেয়ে গ্যাস সরবরাহ অর্ধেক কমে যাবে।

অপরদিকে জার্মানি বলছে, এক্ষেত্রে প্রযুক্তিগত এমন কোনো কারণ তারা দেখছে না। রাশিয়া সরবরাহ আরও কমিয়ে দিলে আসছে শীতের আগে ইউরোপের দেশগুলোর পর্যাপ্ত গ্যাস মজুদ করা কঠিন হয়ে পড়বে। শীতে ইউরোপের দেশে গ্যাসের ব্যাবহার অনেক বেশি থাকে।

বিষাক্ত মদ পানে গুজরাটে ২১ জনের মৃত্যু
ভারতের গুজরাটে বিষাক্ত মদ পানে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত একই ঘটনায় মোট ২১ জনের প্রাণহানি ঘটনা ঘটলো। পুলিশ বলছে, বোটেড জেলাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলাকালীন ধন্ধুকায় আরও পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। ভাবনগরের বিভিন্ন সরকারি হাসপাতালে আরও ৩০ জনের চিকিৎসা চলছে বলে জানা গেছে। গুজরাটের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) আশিস ভাটিয়া আগে জানিয়েছিলেন, বিষাক্ত মদ বিক্রি ও তৈরির অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে এ ঘটনা জানাজানি হয়।

বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কতা যুক্তরাষ্ট্রের
করোনা মহামারি পরিস্থিতির কারণে বেশ কয়েকটি দেশে ভ্রমণের বিষয়ে আবারও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রয়েছে বাংলাদেশসহ ছয়টি দেশের নাম। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এসব দেশের নামের তালিকা প্রকাশ করে।

সিডিসির ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকা ছয়টি দেশ হলো মধ্য আমেরিকার এল সালভাদর ও হন্ডুরাস। এ ছাড়া বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড ও ফিজি রয়েছে উচ্চ ঝুঁকির তালিকায়। যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখে একশজনের বেশি সংক্রমণ ঘটেছে সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রেখেছে সংস্থাটি। করোনা মহামারিতে বিশ্বের দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ) শ্রেণিভুক্ত করা হয়েছে।

রাহুল গান্ধী আটক
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানী দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেওয়ার সময় তাকে আটক করা হয়। এদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তদন্ত সংস্থাগুলো বিরোধী নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে এমন অভিযোগসহ বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সমাবেশে অংশ নেন কংগ্রেসের নেতাকর্মীরা।

রাহুল গান্ধীর আগে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে পুলিশ। আটকের আগে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে স্লোগান দেন রাহুল। তিনি বলেন, ভারত একটি পুলিশ রাষ্ট্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর রাজা।

সুস্থবোধ করছেন প্রেসিডেন্ট বাইডেন
করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন। ধীরে ধীরে করোনা উপসর্গ কাটিয়ে উঠছেন তিনি। এ সপ্তাহেই পুরোপুরি কাজে ফিরবেন বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। মাইক্রোচিপ প্রস্তুত করা নিয়ে ব্যবসায়িক নেতা ও স্টাফদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘আমি খুব ভালোবোধ করছি।’ কিছুটা ভাঙা স্বরে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, রাতে তার ভালো ঘুম হয়েছে। এসময় হেসে বলেন, পোষা কুকুরদের জন্য তাকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে যেতে হয়েছে। গত বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর হোয়াইট হাউজে আইসোলেশনে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সুস্থ হয়ে এ সপ্তাহের শেষে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আইআইটি গৌহাটি
জালের মতো বিছিয়ে থাকা নদীগুলো বাংলাদেশের প্রাণ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তঃসীমান্ত নদী ৫৭টি। এর মধ্যে শুধু ভারতের সঙ্গে আছে ৫৪টি নদীর সীমানা। প্রতি বছর বর্ষা কিংবা প্রাক-বর্ষায় নদীর পানি ফুলেফেঁপে দেশে সৃষ্টি হয় বন্যা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পাশাপাশি হাওরের পানি বেড়েও ভাসিয়ে নেয় গ্রামের পর গ্রাম। পানির সঠিক ব্যবস্থাপনা করলে অনাকাঙ্ক্ষিত বন্যা রোধ করা সম্ভব। বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আসামে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব গৌহাটি। প্রযুক্তি ও গবেষণার জন্য ভারতবর্ষের এ নামকরা ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর টি জি সীতারাম বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদলকে বলেন, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে অসংখ্য নদী প্রবাহিত হয়। পানি ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় আইআইটি গৌহাটি।

প্লেনের খাবারে পাওয়া গেলো সাপের মাথা!
তুরস্কভিত্তিক এয়ারলাইন কোম্পানির একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সম্প্রতি ফ্লাইটে খাবারের মধ্যে একটি সাপের মাথা খুঁজে পাওয়ার অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। এভিয়েশন ব্লগের উদ্ধৃতি দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে যে, গত ২১ জুলাই তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার একটি সানএক্সপ্রেস ফ্লাইটে চমকপ্রদ এ ঘটনাটি ঘটে। কেবিন ক্রুর ওই সদস্যের দাবি, তারা তাদের খাবার খাচ্ছিলেন। এসময় আলু এবং সবজির মধ্যে একটি ছোট সাপের মাথা দেখতে পান। টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় যে, সরীসৃপটির মাথা খাবারের ট্রের মাঝখানে পড়ে আছে। এ ঘটনার পর তুরস্কের সানএক্সপ্রেসের একজন প্রতিনিধি তুর্কি গণমাধ্যমকে বলেছেন যে ঘটনাটি ‘অগ্রহণযোগ্য’। এ ঘটনার পরপরই এয়ারলাইন কর্তৃপক্ষ খাবার সরবরাহকারি কোম্পানির সঙ্গে চুক্তি স্থগিত করেছে। ঘটনাটি তদন্ত করছে বলেও জানিয়েছে তারা।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।