সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

লন্ডনে রানির কফিন দেখতে উপচেপড়া ভিড়
শাসনকালের অধিকাংশ সময় তিনি কাটিয়েছিলেন এই প্রাসাদে। বছর দুয়েক উইন্ডসর প্রাসাদে থাকলেও গত কয়েক দশক ব্রিটেনের রানির সরকারি বাসভবন ছিল লন্ডনের বাকিংহাম প্রাসাদ। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে স্কটল্যান্ড থেকে সেই প্রাসাদেই যায় প্রয়াত রানির মরদেহ বহনকারী কফিন। এরপর শেষবারের মতো সরকারি বাসভবন থেকে বের করা হয় তাকে। পরবর্তী গন্তব্য ওয়েস্টমিনস্টার হল। এসময় রানির কফিন দেখতে টেমসের তীরে ছিল মানুষের উপচেপড়া ভিড়। বিকেল ৫টা থেকে ব্রিটেনবাসীর জন্য খুলে দেওয়া হয় ওয়েস্টমিনস্টার হলের দরজা। আগামী সোমবার ভোর ৬টা পর্যন্ত সেখানেই কফিনে শায়িত থাকবেন রানি।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে কী ক্ষতি হলো যুক্তরাজ্যের: দ্য ইকোনমিস্ট
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সামান্য বদলে গেছে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত। এখন রানির পরিবর্তে ‘ঈশ্বর, রাজাকে রক্ষা করুন’ গাইছে দেশটির জনগণ। শুধু জাতীয় সঙ্গীত নয়, রানির মৃত্যুতে আরও অনেক পরিবর্তন এসেছে বা আসতে চলেছে ব্রিটিশ সাম্রাজ্যে। রানি দ্বিতীয় এলিজাবেথের সাত দশকের শাসনামলে জনসমাগমের বহু উপলক্ষ তৈরি হয়েছিল যুক্তরাজ্যে। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের মানুষদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রানি।

ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রজাতন্ত্র চায় যারা
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লস এখন অস্ট্রেলিয়ারও রাজা ও রাষ্ট্রপ্রধান। তার মায়ের মৃত্যুর মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিটিশ রাজতন্ত্রের সম্পর্কের এক নতুন পরিচ্ছেদের সূচনা হয়েছে। প্রশ্ন হলো, এ সম্পর্ক ভবিষ্যতে কেমন থাকবে বা আদৌ থাকবে কিনা। কারণ, রাজতন্ত্রের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক মোটেও সহজ-সরল নয়, বরং বেশ জটিল। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দেশটিতে রিপাবলিক বা প্রজাতন্ত্র ঘোষণার বিতর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

বিধিনিষেধে ভারতের চাল রপ্তানি কমতে পারে ২৫ শতাংশ
সম্প্রতি বিধিনিষেধ আরোপ করায় চলতি বছর ভারতের চাল রপ্তানি ২৫ শতাংশ কমে যেতে পারে। কারণ দেশটি থেকে চাল আমদানিতে খরচ বাড়ায় অন্যদিকে ঝুঁকতে শুরু করেছে ক্রেতারা। বিশেষ করে, ভারতের প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ড ও ভিয়েতনামে। এসব দেশ কম দামে চাল বিক্রির প্রস্তাব দিচ্ছে। ভারতের বাণিজ্য ও শিল্প কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। একই সঙ্গে অন্যান্য চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। অভ্যন্তরীণ বাজারে চালের দাম ও সরবরাহ ঠিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি।

রাশিয়ার এত গ্যাস যাচ্ছে কোথায়?
টানা দ্বিতীয় মাসে গ্যাস উত্তোলন বাড়তে চলেছে রাশিয়ার। আগস্টের পর সেপ্টেম্বরের প্রথমার্ধেও গ্যাস উৎপাদন বেড়েছে দেশটির রাষ্ট্রায়াত্ত গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের। কিন্তু এত গ্যাস যাচ্ছে কোথায়? মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গের খবর অনুসারে, ইউরোপীয় বাজারে রাশিয়ার গ্যাস সরবরাহ ক্রমাগত কমলেও চীনে রপ্তানি বেড়েই চলেছে।

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের আরও ১০ ব্যক্তি ও দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘সাইবার নাশকতা’র অভিযোগ আনা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালানোর জন্য ওই ১০ ইরানি ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিয়েভে দুর্ঘটনার কবলে জেলেনস্কির গাড়ি
ইউক্রেনের রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গাড়ি। জানা গেছে, দুর্ঘটনায় সামান্য জখম হয়েছেন তিনি। তবে আঘাত গুরুতর নয়। কিয়েভ উপকণ্ঠে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলেনস্কি ও তার কনভয়ের নিরাপত্তারক্ষীদের গাড়িতে একটি যাত্রীবাহী গাড়ি ধাক্কা মারে বলে ইউক্রেন সরকারের মুখপাত্র সের্গেই নিকিফোরব নিশ্চিত করেছেন। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জ্বালানি আমদানি বাড়ায় জাপানের বাণিজ্য ঘাটতিতে রেকর্ড
চলতি বছরের আগস্টে রেকর্ড বাণিজ্য ঘাটতি দেখেছে জাপান। এর আগে এক মাসে এত ঘাটতি দেখেনি দেশটি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বাড়ার মধ্যেই জাপানের আমদানি বেড়েছে। আবার ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মানও উল্লেখযোগ্য হারে কমেছে। ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি জাপানের অর্থনৈতিক পুনরুদ্ধারের ভঙ্গুর প্রকৃতিকে তুলে ধরেছে। আমদানি ব্যয় মেটাতে কোম্পানিগুলোকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জাপানের মুদ্রার মান কমে ২৪ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

পূর্বাভাস ছাড়িয়ে রপ্তানিতে রেকর্ড ইন্দোনেশিয়ার
চলতি বছরের আগস্টে রপ্তানিতে রেকর্ড গড়েছে ইন্দোনেশিয়া। দেশটির কয়লা, খনিজ ও কৃষিপণ্যের চাহিদা বাড়ায় এমন পরিসংখ্যান সামনে এসেছে। গত মাসে ২৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ইন্দোনেশিয়া, যা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী সর্বোচ্চ। এতে বার্ষিক বৃদ্ধি হয়েছে ৩০ দশমিক দুই শতাংশ, যা পূর্বাভাসের তুলনায় অন্তত ২০ শতাংশ বেশি। আগস্টে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার, যা পূর্বাভাসের ৪ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। গত ২৮ মাস ধরেই ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্ধৃত্ত থাকছে এবং এর পরিমাণ ক্রমেই বাড়ছে।

পাকিস্তানে নারীদের বিয়েবিচ্ছেদ বাড়ছে
ডিভোর্স বা বিয়েবিচ্ছেদ পাকিস্তানি নারীদের জন্য একটি সামাজিক ট্যাবু। তারপরেও দেশটিতে নিজে বিয়েবিচ্ছেদ ঘটিয়েছেন এমন নারীর সংখ্যা বাড়ছে। অধিকারকর্মীরা বলছেন, পাকিস্তানের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়ার বিষয়টি মূলত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং দাম্পত্য জীবনে নিগ্রহের শিকার হওয়ার বাস্তবতা তুলে ধরছে।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।