আ.লীগের ইতিহাসে সভ্যতার যুগ বলে কিছু নেই: রিজভী


প্রকাশিত: ০৭:২০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী একটি দল, তবে সেই ইতিহাসে সভ্যতার যুগ বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘অতীত যারা বর্বর যুগ সৃষ্টি করছিলেন এখন তারা অধঃপতনের যুগ সষ্টি করছে। এদের আমলে একমাত্র মৃত মানুষ ছাড়া ফ্রিডম অব স্পিচ বা কথা বলার স্বাধীনতা কারো নেই।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্রদলে কোনো বিদ্রোহ নেই, সরকার তার এজেন্টদের দিয়ে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

এমএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।