বাধ্যতামূলক আইসোলেশন তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২
সংগৃহীত

আগামী মাস থেকে করোনা মহামারি নিয়ন্ত্রণে জারি করা বাধ্যতামূলক আইসোলেশন বিধিনিষেধ তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমানে কেউ করোনা আক্রান্ত হলে তাকে বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হয় ৫ দিন। আগামী ১৪ অক্টোবর থেকে থাকছে না সেই বিধিনিষেধ।

দেশটিতে মহামারি শুরু হওয়ার পর থেকে কঠোর বিধিনিষেধ চালু হয়।

অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার পল কেলি বলেছেন, ‘জরুরি অবস্থা’ শেষ হয়ে গেছে। তবে এই প্রফেসর আরো বলেন যে, তবে এর অর্থ কিন্তু এমনটা দাঁড়াচ্ছে না যে মহামারি শেষ হয়ে গেছে।

বাধ্যতামূলক আইসোলেশন অন্যান্য বিধিনিষেধের মধ্যে একটি ছিল।

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, দৈনিক ৫ হাজার পাঁচশজনের মতো আক্রান্ত হচ্ছে করোনায়। এটি বিশ্বের অন্যতম টিকাপ্রাপ্ত একটি দেশ।

ওই চিৎিসক আরও বলেন, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কম।

দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৫ হাজার মানুষ।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়া প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক সীমানা বন্ধ রাখে এবং সারাদেশে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে।

সূত্র: বিবিসি

এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।